X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌদি প্রতিনিধি দলকে বিএনপির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২০:৩০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৩৬

ব্যারিস্টার নওশাদ জমির

বাংলাদেশ সফররত সৌদি আরবের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তাদের এ সফর প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এক প্রতিক্রিয়ায় বলেন, ‘তেল শোধন, সার, রেল পরিবহন, বিমান সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কারখানাসহ বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসা সৌদি প্রতিনিধি দলকে আমাদের উষ্ণ শুভেচ্ছা।’
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে নওশাদ জমির বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের প্রবর্তক। সেই সম্পর্ক ছিল বাণিজ্যিক ও কূটনৈতিক। জিয়াউর রহমান সৌদি আরবে বাংলাদেশি শ্রমশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়ার সময় প্রথম সৌদি আরব সফর করেন। এটা ছিল উভয় দেশের মধ্যকার সুসম্পর্কের ফল এবং পারস্পরিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং তারা বিদেশি মুদ্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন।’
বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর রেমিট্যান্স ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নওশাদ জমির।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের পর উভয় দেশের সম্পর্ক আরও নিবিড় হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সময়ে। তার সময়ে সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি বাংলাদেশে অসংখ্য প্রকল্পে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।’
নওশাদ জমির আশা প্রকাশ করেন, ‘খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি ছিল তা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং তাদের বিনিয়োগ আমাদের দেশের সেই সুবিধা অব্যাহত রাখবে।’
নওশাদ জমির বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে বুধবার (৬ মার্চ) রাতে বাংলাদেশে পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও সৌদি আরবের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩৫ জনের একটি দল এ সফরে অন্তর্ভুক্ত থাকবেন। সফরকালে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

আরও পড়ুন: দুই মন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের প্রতিনিধি দল ঢাকায়

 

 

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!