X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে ‘ঠান্ডামাথায়’ কাজ করতে বিএনপিকর্মীর চিঠি

সালমান তারেক শাকিল
০৮ মার্চ ২০১৯, ১৭:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৯:১০

খালেদা জিয়া (ছবি- রয়টার্স) মাজেউল ইসলাম লাবু বিএনপির তৃণমূল একজন কর্মী। বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি হাতে লেখা এক চিঠিতে আহ্বান জানিয়েছেন, ‘ঠান্ডামাথায় কাজ করতে হবে।’ দলের উন্নয়নে কাজ করার পরামর্শও দিয়েছেন ৩৮ বছর বয়স্ক দলের নিবেদিত এই কর্মী।

খালেদা জিয়া তো এক বছর এক মাস ধরে কারাগারে বন্দি আছেন, এমন প্রশ্নে মাজেউল ইসলাম লাবুর জবাব, ‘বেগম জিয়া জেল থেকে ছাড়া পেলেই চিঠিটি তার হাতে পড়বে। আমি বিএনপিকে শ্রদ্ধা করি।’ তিনি দলের কোনও পদে নেই বলেও জানান বাংলা ট্রিবিউনকে।

এ বছরের জানুয়ারিতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ঠিকানায় নিজের চিঠি পোস্ট করেন মাজেউল ইসলাম। দুই পৃষ্ঠার ওই চিঠিতে তিনি খালেদা জিয়াকে সালাম ও শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন (মাজেউল ইসলামের চিঠির বানান অপরিবর্তন রেখে), ‘আশা করি আপনে মহান আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আপনের দোয়াই ভালই আছি। আমি সব সময় দোয়া করি, আপনে ভাল থাকেন, আমাদের এক সময় জয়লাভ হবে ও সেদিন আমরা বাংলাদেশকে উন্নয়ন করবো ও দেশকে মুক্ত করবো ও BNP দলকে বাংলার মানুষ মন ও প্রাণ দিয়ে ভালবাসেন।’

পরের পৃষ্ঠায় মাজেউল ইসলাম লাবু লেখেন, ‘ BNP’র একদিন জয় হবেই, এটা আমার (আমি) কঠিন বিশ্বাস করি।’ খালেদা জিয়াকে মাজেউল ইসলাম আরও লেখেন, ‘আমাদেরকে ঠান্ডামাথায় সব সময় কাজ করতে হবে। দেশ, জনগণ ও BNP দল-এর উন্নয়ন-এর দিক চিন্তা করে সব সময় কাজ করতে হবে। এটাই BNP দল-এর একমাত্র মূল লক্ষ ও আশা।’
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর নেতাকর্মীরা আগের মতো আর চিঠি লেখেন না। তবে গত বছরের দুই ঈদে চেয়ারপারসনের নামে বিভিন্ন রাষ্ট্রের শুভেচ্ছা কার্ড আসে তার কার্যালয়ে। খালেদা জিয়ার নামে আসা চিঠিগুলো দেখভাল করেন তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

খালেদা জিয়াকে লেখা মাজেদুল ইসলাম বাবুর চিঠি

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিএনপি চেয়ারপারসনের নামে অফিসিয়ালি চিঠি এসেছে গত বছরের ঈদের সময়। ঢাকায় সৌদি আরব, কাতার, কুয়েতসহ কয়েকটি দেশের দূতাবাস থেকে এই শুভেচ্ছা কার্ডগুলো এসেছে। দলের তৃণমূল থেকেও চিঠি আসে। ওই চিঠিগুলো দেখভাল করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। যে চিঠিগুলো চেয়ারপারসনকে দিতে হয়, সেগুলো তাকে (খালেদা জিয়া) পৌঁছে দেওয়া হয়।’

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর থেকে নেতাকর্মীরা তো তার অবস্থান জানেনই। এ কারণে দায়িত্বশীল যারা আছেন, তারা হয়তো কিছু লেখেন না। কিন্তু দলের প্রতি আবেগ-অনুভূতি থেকে অনেক কর্মী চেয়ারপারসনের নামে চিঠি পাঠান। এসব চিঠি আসে কার্যালয়ের ঠিকানায়। তবে আগের চেয়ে চিঠির সংখ্যা কমেছে।’
এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে যাওয়ার পর থেকে ম্যাডামকে চিঠি পৌঁছে দেওয়ার সুযোগ কম। তবে চিঠির গুরুত্ব বুঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা কখনও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দেওয়া হয়।’
এদিকে, কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাগত অবনিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে দলের তরফে।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশ আছে। কিন্তু সরকার কোনও উদ্যোগ গ্রহণ করছেন না। আন-অফিসিয়ালি আমরা সরকারের মেডিক্যাল বোর্ডের মতামতের কপি পেয়েছি। নানা রকম অবজারভেশন আছে। সেই অবজারভেশন মতে এটা বলা যায়, বেগম জিয়া খুব অসুস্থ এবং এতে আমরা উৎকণ্ঠিত। সরকারের গঠিত মেডিক্যাল বোর্ড যখন বলে হাসপাতালে ভর্তি করার কথা, সেখানে আমাদের উৎকণ্ঠা ছাড়া আর কী করার আছে।’
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের একটি সূত্র শুক্রবার (৮ মার্চ) বিকালে জানায়, বৃহস্পতিবার বিকাল নাগাদ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি শুরু হয়েছে। যদিও খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও এ ধরনের প্রস্তুতির কোনও খবর আমি পাইনি। আমরা চাই দ্রুত ম্যাডামকে সুকিচিৎসা দেওয়া হোক।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ে পাঁচ বছর এবং পরে হাইকোর্টের রায়ে তার ১০ বছরের সাজা হয়। শুক্রবার তার কারাভোগের এক বছর এক মাস অতিবাহিত হলো। বিএনপি মহাসচিব শুক্রবার এক মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেছেন, ‘আজকে নারী দিবস এমন এক সময়ে আমাদের মাঝে এসেছে, যখন বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যের কথা, আজকে একজন নারী, যিনি বাংলাদেশে নারী জাগরণের জন্য আন্দোলন করেছিলেন, নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, মেয়েদের লেখাপড়ার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন, তাকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার কারাগারে রাখা হয়েছে।’
বিএনপির প্রভাবশালী একজন আইনজীবী জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে তারা উচ্চ আদালতে রিট করতে পারেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!