X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিইসি’র বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে বিতর্কের সুযোগ নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৬:৩৬আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৬:৩৯

মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ইভিএম পদ্ধতির ব্যবহার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)  দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে অহেতুক বিতর্ক করার কোনও যৌক্তিকতা নেই। সেটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। সিইসি তার বক্তব্যে নির্বাচনি অনিয়মের অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য ইভিএম পদ্ধতির ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছেন বলে হানিফ মন্তব্য করেন।

রবিরার (১০মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাচনে এমপিদের আচরণবিধি ভঙ্গের কারণে সাংগঠনিক কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, জানতে চাইলে হানিফ বলেন, ‘সংসদ সদস্যরা তাদের আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় নির্বাচন প্রক্রিয়ার ওখানে উপস্থিত হওয়ার কারণেই কিন্তু নির্বাচন কমিশন ওই এলাকার নির্বাচন স্থগিত করেছে।এটার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আবারও প্রমাণ করেছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করার জন্য তারা বদ্ধ পরিকর। আর যেসব সংসদ সদস্য এই ধরনের আচরণবিধি লংঘন করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা দলীয়ভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবো।’

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নিয়ে হানিফ বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। দুই-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সব মিলিয়ে ভোটের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।’

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্রুত আরোগ্য লাভ করে দেশে ফিরে আসবেন, এই আশাবাদ করে হানিফ বলেন, ‘আশা করি, দুই-তিন সপ্তাহের মধ্যে একেবারে পরিপূর্ণ সুস্থ অবস্থায় তিনি দেশে ফিরে আসবেন।’

বিএসএমএমইউ’তে চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  অনীহার প্রশ্নে হানিফ বলেন, ‘তিনি যদি নিজেকে সেই পরিমাণ অসুস্থবোধ না করেন, তাহলে তো চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করবেন। আর  একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির সবকিছুর দায়ভার কারা কর্তৃপক্ষের। খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!