X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ডাকসুতে ভোট ডাকাতির পুনরাবৃত্তি: ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০০:৩২আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:০৯

সাংবাদিকদের ব্রিফ করছেন ঐক্যফ্রন্টের নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ জাতীয় ঐক্যফ্রন্টের। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মতিঝিলের ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। এর আগে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাকসু নির্বাচনে অনিয়ম ও প্রার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। অনেকে ধারণা করেছিল, এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এখানেও জাতীয় নির্বাচনের মতো ৩০ ডিসেম্বরের যে ঘটনা সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি ছাত্র সংগঠনের ভোট ডাকাতি, গুণ্ডামি, সন্ত্রাসের প্রতিবাদ করেছে। এসব অপকর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণটাও শিক্ষার্থীরা দেখতে পেয়েছে এবং তারা প্রতিবাদ করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘উপজেলা পরিষদের প্রথম পর্যায়ের একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনেও সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে সরকার যে নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, সেই ভোট ডাকাতির নীরব প্রতিবাদে জনগণ উপজেলা নির্বাচন থেকেও বিরত থেকেছে।’
মির্জা ফখরুলের অভিযোগ, ‘ডাকসু ও উপজেলা নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো দেশে প্রকৃতপক্ষে গোটা নির্বাচনি ব্যবস্থাই ভেঙে পড়েছে।’

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিশেষায়িত হাসপাতালে দ্রুত সুচিকিৎসার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তার মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া সারাদেশে মিথ্যা ও গায়েবি মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবি করছি।’

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, ‘দেশে সংগঠিত অনিয়ম ঐক্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা হবে। দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আইনের শাসনকে রক্ষা করতে আমাদের মধ্যে ঐক্যমত হয়েছে। আমরা আশা করতে পারি যে, ঐক্যের পক্ষে সবাই রয়েছে। এখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা আছেন। তারাও বলেছেন ঐক্যকে সুসংহত করার কোনও বিকল্প নেই।’

সুলতান মনসুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

মির্জা ফখরুল বলেন, ‘স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সুলতান মনসুর সাহেব সংসদে শপথ নিয়েছেন ফ্রন্ট ও গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে। সেই সংসদে তিনি শপথ নিয়েছেন, যে সংসদ আমরা স্বীকার করছি না। আমরা বলছি এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে না। সেই জনপ্রতিনিধিত্বহীন একটা তথাকথিত সংসদে সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। গণফোরাম তাকে ইতোমধ্যে বহিষ্কার করেছে।’

ঐক্যফ্রন্ট সুলতান মনসুরের শপথ গ্রহণের নিন্দা জানাচ্ছে উল্লেখ করে ড. কামাল বলেন, ‘আমরা মনে করছি তাকে সংসদ সদস্যের যে পদ দেওয়া হয়েছে, সেটা অবৈধ, বেআইনি। তিনি সংসদ সদস্য হিসেবে যোগ্য নন। এ বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেবো।’

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আবদুল মঈন খান, জেএসডির আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার ও জাহেদ-উর রহমান।

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী