X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ডাকসু নির্বাচনে অনেক ক্যারিকেচার হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ২০:৫৮আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৫৯

বাসদ’র ১৮তম সমর্থক-শুভানুধ্যায়ী মিলনমেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনেক ক্যারিকেচার হয়েছে। এখন নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে হয়তো এর সমাধানের চেষ্টা করবেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর হস্তক্ষেপের সমান।’

শুক্রবার (১৫ মার্চ) ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ১৮তম সমর্থক-শুভানুধ্যায়ী মিলনমেলায় তিনি আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন।  

‘ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকেন্দ্রিক পরিবার থেকে বৃহত্তর সামাজিক স্বার্থকেন্দ্রিক বাসদ পরিবারের সদস্য হোন’ শীর্ষক দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে বাসদ।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার ৪৮ বছর পরেও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য সমাজ প্রতিষ্ঠিত করা হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা আজ ব্যবসায়িক দেয়ালে বন্দি হয়ে ধুলায় লুটিয়ে গেছে। প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকারও হরণ করেছে। ধর্মনিরপেক্ষতাকে দূরে সরিয়ে দিয়ে রাজনীতিতে ধর্মের ব্যবহার করা হচ্ছে।’

গ্যাসের অন্যায্য দাম বৃদ্ধি করা হচ্ছে দাবি করে খালেকুজ্জামান আরও বলেন, ‘ডাকসু নির্বাচনে জালিয়াতি, জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে ডাকাতির মতো ঘটনা দেখা গেছে। এসব একটি স্বাধীন-সার্বভৌম দেশে চলতে পারে না।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ডাকসু নির্বাচন কেন্দ্রিক শিক্ষার্থীরা যেসব অভিযোগ এনেছিল, নির্বাচনের পর তার সত্যতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করে অভিযোগ কানে নেয়নি।’

ডাকসু নির্বাচনের ঘটনায় আদালতের স্বপ্রণোদিত রুল দেওয়া উচিত মন্তব্য করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘অভিযোগগুলো যাচাই করে দেখা উচিত।’ ডাকসু নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে তাকে ডাকসুর সাবেক ভিপি না ডাকতে অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও অধ্যাপক আবিদুর রেজা প্রমুখ।

 

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!