X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যেই সরকার কাজ করছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ২১:০০আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:০৪

মাহবুবউল আলম হানিফ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার জন্ম না হলে কোনোদিন এ দেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে।’

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আয়োজন করে।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘১৫ আগস্ট কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই দিন সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ জাতির আশা-আকাঙ্ক্ষাকেও হত্যা করা হয়। দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থাশীল। বাংলাদেশে আর কোনও দ্বিতীয় ব্যক্তি নেই, তার সমকক্ষ হতে পারে। দেশের জনগণের অবিচল আস্থার প্রতি সম্মান দেখিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে শেখ হাসিনা এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সারাবিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন তিনি।’

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘তাদের প্রতি জনগণের কোনও আস্থা নেই। গণবিচ্ছিন্ন এ দলের কাছে জনগণ কিছু আশাও করে না। এতিমের টাকা মারা, দুর্নীতি ও লুটপাট এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ’  

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে হানিফ বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তবে আমাদের নেতাকর্মীরা অনেক সময় এমন কাজ করেন, যেটা বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে যায়। সেটা খেয়াল রাখতে হবে। ’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা