X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের একঘরে করতে হবে: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ২১:২৪আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:২৭





সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের একঘরে করতে হবে: ড. কামাল যাদের কারণে দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হচ্ছে না তাদের চিহ্নিত করে একঘরে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার (১৮ মার্চ) রাজধানীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গতকাল ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতি সম্মান জানাতে হলে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যাদের কারণে দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হচ্ছে না তাদের বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য আছে কিনা, সে প্রশ্ন করার সময় এসেছে। এদের একঘরে করতে হবে। চিহ্নিত করতে হবে যে এরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য কম মানুষ জীবন দেয়নি, এখনও জীবন দিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতি সম্মান জানাতে হলে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শপথ নিতে হবে যেন সত্যিকার গণতন্ত্র দেশের মানুষ ভোগ করতে পারে। আপনারা গণতন্ত্র চান। এটা কেন শুনতে হচ্ছে। কেন ভোটাধিকার চান। কেন আমাদের জিম্মি থাকতে হয়।’
জনগণের স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন মন্তব্য করে ড. কামাল বলেন, ‘জনগণের স্বপ্নকে তিনি লিপিবদ্ধ করে গেছেন সংবিধানে। তার স্বপ্ন ছিল রাষ্ট্র হবে গণতান্ত্রিক। কিন্তু দেশে কি ষোলো আনা গণতন্ত্র আছে? অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশে হচ্ছে? আইনের শাসন আছে?’ এ সময় দর্শক আসনের সবাই ‘না’ বলেন। এরপর কামাল হোসেন বলেন, “কেন আমাদের ‘না’ শুনতে হচ্ছে। ৪৮ বছর পরেও ‘না’, ‘না’ শুনতে হবে কেন?”
এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, ‘আগামী বছর এ ধরনের আলোচনা সভায় আমরা যেন বলতে পারি, দেশে ষোলো আনা না হোক বারো আনা গণতন্ত্র আছে। আইনের শাসন আছে, এ জন্য আজকে আমাদের শপথ নিতে হবে। প্রত্যেক জেলা ও উপজেলায় এটা পৌঁছে দিতে হবে।’
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল হক খান কামাল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন প্রমুখ।
এদিকে, এদিন ড. কামাল হোসেনের উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সার্ক ল’ইয়ার্স ফোরামের মহাসচিব মহসিন রশিদ গণফোরামের যোগ দেন। 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়