X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়েছেন তারেক রহমান

আদিত্য রিমন
২৩ মার্চ ২০১৯, ২২:৪৮আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:৪৯





ছাত্রদল বিএনপির সহযোগী ছাত্রসংগঠন ছাত্রদলের আগামী কমিটির পদপ্রত্যাশী নেতাদের জীবনবৃত্তান্ত (সিভি) চেয়েছেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিভির সঙ্গে ৩টি বিষয়ের ফটোকপিও চাওয়া হয়েছে। সংগঠনটির বর্তমান সভাপতি রাজীব আহসানের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। ছাত্রসংগঠনটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তারেক রহমানের নির্দেশনা পেয়ে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে নির্দেশনার কথা জানিয়ে দিয়েছেন। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, সংগঠনের সভাপতি রাজীব আহসন নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন তারেক রহমান ছাত্রদলের পদপ্রত্যাশীদের সিভি চেয়েছেন। যারা আগামী কমিটিতে থাকতে চান, তারা যেন আগামী ১৫ দিনের মধ্যে সিভি জমা দেন। সিভির সঙ্গে পদপ্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, এসএসসিসহ সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি এবং সর্বশেষ রাজনৈতিক পদসহ কয়টি মামলা রয়েছে সেসবের সংক্ষিপ্ত বিবরণী।
জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসোইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অভিভাবক তারেক রহমান আগামী কমিটিতে পদপ্রত্যাশীদের সিভি চেয়েছেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আজকে আমাদের সঙ্গে বৈঠক করে সেই কথা জানিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে সিভি জমা দিতে বলেছেন।’
প্রসঙ্গত, গত আড়াই বছর মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে জোড়াতালি দিয়ে চলছে ছাত্রদলের কমিটি। ২০১৪ সালের অক্টোবরে রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছরমেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৬ সালে।
ছাত্রদলের নেতারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরে ছাত্রদলের কমিটি হবে, এমন কথা আগে থেকেই বলেছিলেন বিএনপির নেতারা। কিন্তু সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর এখন আরও দ্বিগুণ গতিতে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আগামী এক-দুই মাসের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভবনা বেশি। লন্ডন থেকে ছাত্রদলের হয়তো আংশিক কমিটি দেওয়া হবে। এরপর দেশে অন্যরা বসে পূর্ণাঙ্গ কমিটি করবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পেয়ে পদপ্রত্যাশীদের সিভি জমা দিতে বলেছি আমরা। আশা করি এপ্রিল মাসের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি হয়ে যাবে।’
সংগঠনটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটির মেয়াদ শেষ, আমরা চাই দ্রুত সময়ে নতুন কমিটি হোক। কমিটি হলে সংগঠনে নতুন নেতাকর্মী আসবে। সংগঠন আরও গতিশীল হবে বলে আমি মনে করি।’
ছাত্রদল সূত্র জানায়, ছাত্রদলের আগামী কমিটিতে আসতে চায় মেয়াদোত্তীর্ণ কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার কবীর, মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, কাজী মোখতার হোসোইন, মিয়া রাসেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলামসহ আরও অনেকে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যখন নেতা হয়েছি, তখন আমাদের সিনিয়র নেতাদের কাছ থেকে একটা মূল্যায়ন নিয়েছে বিএনপির হাইকমান্ড। এখন আমাদের কাছেও যদি সেই রকম কোনও কিছু চায়, তাহলে আমরা অতীতের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে আগামীতে কাদের কমিটিতে রাখা যাবে, সে ব্যাপারে মূল্যায়ন দেবো।’
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, ‘এবারের কমিটির শীর্ষ পদে কারা আসবেন তা এখনও বলা যাবে না। কারণ, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদলের সভাপতি বা সাধারণসহ শীর্ষ নেতারা কেউ বয়স এবং ছাত্রত্ব না থাকার কারণে প্রার্থী হতে পারে নাই। ফলে নির্বাচনে একধরনের ভরাডুবি হয়েছে। যদিও নির্বাচন অনেক অনিয়মের হয়েছে। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণসহ বর্তমান কমিটির নেতারা প্রার্থী হয়েছেন। সেই বিষয়টি বিবেচনা নিলে বর্তমান কমিটি অনেক নেতাই আগামী কমিটিতে থাকবে না, এটা নিশ্চিত। অপেক্ষাকৃত তরুণরাই কমিটিতে পদ পাবেন।’
ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘অন্যদিকে আগামীদিনের বিএনপির আন্দোলন-সংগ্রামের কথা মাথায় রেখে যদি ছাত্র কমিটি করে হয় তাহলে বর্তমান কমিটি থেকে সভাপতি-সাধারণ সম্পাদক করা হবে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী