X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ২২:০৯আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:২৩

আলোচনা সভায় বিএনপি নেতারা কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি লড়াইয়ে নয়, আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবসে আমাদের শপথ, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো।’

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বিএনপি।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই স্বাধীনতা দিবসে শপথ নিতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার। তাকে মুক্ত করলেই গণতন্ত্রকে মুক্ত করা হবে। আসুন আমাদের সব অঙ্গ-সংগঠনকে ঐক্যবদ্ধ করে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে তাকে (খালেদা জিয়া) ও গণতন্ত্রকে মুক্ত করি।’

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তাদেরকে সরানো ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। তারা উন্নয়নের কথা বলছে, আসলে ভেতরে পুরোটা ফাঁকা। এই উন্নয়ন হচ্ছে দুর্নীতির উন্নয়ন। শুধুমাত্র কিছু মানুষ ধনী থেকে ধনী হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন ধনীর সংখ্যা বেশি।’

আওয়ামী লীগ এখন ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। ’৭১ সালে মানুষ যে চেতনা ও আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছে, আজ তা ভুলুণ্ঠিত।’

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাকে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। আসুন সবাই রাজপথে আন্দোলন গড়ে তুলি।’

দেশে এখন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে ভাষ্য খন্দকার মোশাররফের। তিনি বলেন, ‘২৯ ডিসেম্বর রাতে একটি অস্বাভাবিক ভোটে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারের মন্ত্রিসভাও অস্বাভাবিক। কিন্তু এই অস্বাভাবিক অবস্থা বেশিদিন চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলছেন, ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে আমি জানতে চাই, তাহলে ২৬ মার্চ কেন? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক এটা সবাই স্বীকার করে। শুধুমাত্র আওয়ামী লীগ স্বীকার করে না।’

আত্মসমালোচনায় বিএনপি নেতারা

বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনেকটা নিজেদের আত্মসমালোচনা সভায় পরিণত হয়েছে। এ সভায় দলটির নেতারা বলেছেন, ‘যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন তারা যেন দলের দায়িত্ব থেকে সরে যান। আবার কেউ বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র চাইলে আগে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।’

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, ‘আমরা ’৯০ সালে আন্দোলন করে কি স্বৈরচার এরশাদকে ক্ষমতা থেকে হঠাইনি। তাহলে কেন এখন আমরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করছি না। কর্মীরা আন্দোলন চায়। নেতাদের বলবো, আন্দোলন দেন।’

দলটির আরেক যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘অনেক ব্যর্থ লোক বিএনপির বড় বড় পদে আছেন। তারা বড় গলায় বক্তব্য দেন। কিন্তু আন্দোলনের সময় তিনটা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। দয়া করে যারা ব্যর্থ হয়েছেন, নিজে থেকে দলের পদ থেকে সরে যান।’

দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘প্রকৃত গণতন্ত্র চাইলে আগে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। তবে আগে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন– বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

 

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫