X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৭৫ আর ১৯ সাল এক নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৫:১৮আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৫:৩৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

একদলীয় শাসনব্যবস্থা জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক পানি গড়িয়েছে, ১৯৭৫ আর ২০১৯ সাল এক নয়। ফলে একদলীয় শাসনের যে স্বপ্ন আপনারা দেখছেন, রাজত্ব চিরস্থায়ী করবেন। তা এদেশের জনগণ কোনও দিন মেনে নেবে না।’

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বিএনপির মহাসচিব বলেন, ‘যখন ইলেকশন কমিশন স্বীকার করে নিয়েছে যে, নির্বাচন হচ্ছে না। তখন সরকার তাদের সব দুর্নীতি, অপকর্ম আড়াল করতে এক দলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে।’

মির্জা ফখরুল আরও জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনা করার কথা থাকলেও রাষ্ট্র পরিচালনা করছে প্রশাসন। ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার ফলে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। দুর্নীতির কারণে তারা যখন রাষ্ট্র পরিচালনা করতে ও রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হলো, তখন জরুরি আইন চালুর মধ্য দিয়ে একদলীয় বাকশাল কায়েম করে। সেই বাকশালের পেছনে কোন মহৎ উদ্দেশ্য ছিল না। সেই বাকশালে কারণ ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা।’

বর্তমান সরকার পুতুল সরকারের ভূমিকা পালন করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই অনির্বাচিত সরকার তাদের প্রভুদের হুকুম তালিম করার জন্য বিভিন্ন প্রহসন করে ক্ষমতায় টিকে আছে।’  

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘পাকিস্তানে নওয়াজ শরীফ কনভিক্টেড, তিনি জামিনে আছেন। আওয়ামী লীগের যারা কনভিক্টেড, তারাও জামিনে। নাজমুল হুদা এক সময় আমাদের সঙ্গে ছিলেন, তার ১৯ বছর সাজা হলেও পাঁচ দিন পর বের হয়েছেন। সেখানে এক বছরের বেশি সময় ধরে দেশনেত্রীকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশনেত্রীকে মুক্ত করে গণতন্ত্র মুক্ত করবো। রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসা আমাদের দায়িত্ব।’

আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহীম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।

 

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত