X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমাদের মধ্যে কোনও বিভেদ নেই: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৪:২৬আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৭:২৮

আমাদের মধ্যে কোনও বিভেদ নেই: রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে কোনও বিভেদ নেই বলে দাবি করেছেন বিরোধী দলের উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও বিভক্তি নেই। তার যে কোনও সিদ্ধান্ত পার্টির সবাই মেনে নেন।’
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কাকরাইলে জাপা’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দলটির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কাকরাইল হয়ে পল্টন গিয়ে শেষ হয়।
জাপা’র বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘আমরা সবাই এক, কোনও বিভেদ নেই।’
এরশাদের বিরুদ্ধে থাকা সব মামলা রাজনৈতিক দাবি করে রওশন বলেন, ‘তিনি (এরশাদ) দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে তিনি মাথা উঁচু করে রাজনীতি না করতে পারেন।’
এরশাদের শাসনামলে দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে মন্তব্য করে রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। চক্রান্তকারীদের কারণে কয়েক বছরের মাথায় তাকে জীবন দিতে হয়েছে। ফলে তিনি দেশের উন্নয়ন করে যেতে পারেননি। এরশাদের শাসনামলেই দেশের উন্নয়ন হয়েছে। তার আমলেই মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে।’
দেশে অধিক শিল্পায়ন না হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না উল্লেখ করে দলটির কো-চেয়ারম্যান বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়ার বিষয়েও আমরা সংসদে কথা বলবো।’
যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূইয়া, যুবসংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদাসহ অনেকে।

/এএচইআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা