X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটে কোনও টানাপড়েন নেই: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০০:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৮

২০ দলীয় জোটের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে কোনও টানাপড়েন নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ২০ দলীয় জোট আগে হয়েছে, আর জাতীয় ঐক্যফ্রন্ট পরে হয়েছে। জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ফ্রন্টের মুখপাত্র হয়েছেন। এই দুই জোট পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবে। কেউ বিশেষ গুরুত্ব পাওয়ার কিছু নেই।

সোমবার (৮ এপ্রিল) রাতে গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জোটের পাশাপাশি আরও যেসব বিরোধী দল আছে, যারা গণতন্ত্র চায় এবং সরকারের দুঃশাসনে অতিষ্ঠ, তাদেরকে আমরা আমাদের জোটে আমন্ত্রণ জানাচ্ছি। এসব দল চাইলে ২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। বিএনপি আরও বৃহত্তর ঐক্য চায় জনগণের স্বার্থে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনতে আজকে প্রথম চিঠি দিয়েছে, তা নয়। এর আগেও অনেকবার তারা ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছে বলে শুনেছি। তখন তাদের চিঠি প্রত্যাখ্যান হয়েছে, এবারও হবে। কারণ, ব্রিটিশ সরকার জানে যেসব মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তা মিথ্যা।

সরকারের রাতের ভোটের কারণে ভোটাররা ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, জনগণ যদি ভোট দিতে নিরুৎসাহিত হয়, তাহলে আর গণতন্ত্র থাকে না। সরকার সেই চেষ্টা করছে।

২০ দলীয় জোট গণতন্ত্রের স্বার্থে গণআন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। কারণ, আমরা মনে করি তার মুক্তি ও গণতন্ত্রের দাবি একাকার হয়ে গেছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মসলিসের নেতা আহম্মদ আবদুল কাদের প্রমুখ।

 

 

/এএইচআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও