X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্যারোলের নামে নাটক করছে সরকার: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৪:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৬:৩৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছোট করার জন্য এবং গণতন্ত্র ও বিএনপিকে ছোট করার জন্য সরকার প্যারোলের নামে নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘চেতনা বাংলাদেশ’ আয়োজিত বিএনপির চেয়ারপারসনসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘সরকার প্যারোল বলে একটি জিনিস প্রচার করছে। প্যারোলের জন্য নাকি বেগম জিয়ার পরিবার আবেদন করবে এবং বিএনপি আবেদন করবে, সেটা নাকি আবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। বিবেচনা যখন করবেন তখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে পঙ্গু করে রেখেছেন কেন? সেখানে জামিন দিলেইতো উনি (খালেদা জিয়া) বের হতে পারেন। তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে আসতে পারেন, তাহলে প্যারোলের কথা আসছে কেন?’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্যারোল বাদ দিয়ে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। রাজবন্দিদের মুক্তি দিন। এদেশের ডান-বাম সবাই এখন গণতন্ত্র চায়। তাদের সঙ্গে বসেন, আলোচনা করেন।’

এসময় তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আটকে রাখার অর্থ, গণতন্ত্রকে আটক রাখা। তাকে আটক রাখার অর্থ, মৌলিক অধিকারকে আটকে রাখা।’

বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচন দিন। কারণ, এই পার্লামেন্ট অবৈধ, আপনার সরকার অবৈধ। এই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন গত ৩০ ডিসেম্বর ভোটের নামে যে কাণ্ড করেছে, এর মাধ্যমে দেশে-বিদেশে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে। আমাদের এই সুদীর্ঘ গণতন্ত্রের সুদীর্ঘকালের সংগ্রামকে ছোট করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, সময় থাকতে বিবেচনায় আসুন। বেগম জিয়াকে মুক্তি দিন। একটি সঠিক স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের চিত্র রচনা করুন। তা না হলে যে পরিস্থিতির সামনে অপেক্ষা করছে সেটা আপনার জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না।’

মানববন্ধনে সংগঠনটির সভাপতি শামিমা রহিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিয়া মো. আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…