X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কল্যাণ পার্টির নতুন কমিটি, অপরিবর্তিত শীর্ষ পদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১০:৫১আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১০:৫২

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও এম এম আমিনুর রহমান বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির নতুন কমিটি করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান ও মহাসচিবসহ অধিকাংশ পদে তেমন কোনও পরিবর্তন আসেনি।

বুধবার (১০ এপ্রিল) বিকালে কল্যাণ পার্টির দফতর থেকে কেন্দ্রীয় কমিটির ৪৫ সদস্যবিশিষ্ট (আংশিক) তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ৬ এপ্রিল দলটির চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে পুনরায় চেয়ারম্যান এবং এম এম আমিনুর রহমানকে মহাসচিব রাখা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শুধু একজন নতুন যুক্ত হয়েছেন। ভাইস চেয়ারম্যানরা হলেন— লে. কর্নেল (অব.) এ এফ এম নুরুদ্দিন পিএসসি, মো. মতিয়ার রহমান, সাহিদুর রহমান তামান্না, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, আলী হোসেন ফরায়েজী, মাহমুদ খান, আ ন ম যাকিউল হক (নতুন), শামসুদ্দিন পারভেজ ও আহসান হাবিব ইমরুজ।

কমিটির অন্য নেতারা হলেন— অর্থবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, মো. নুরুল আফছার ও মো. আল আমিন ভূঁইয়া রিপন। পরিকল্পনাবিষয়ক সম্পাদক এরশাদুর রহমান মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক এম হাসান জেড খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলমগীর কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আর এ এম ইসমাইল ফারুক, বানিজ্যবিষয়ক সম্পাদক ওবায়দুল হক সিরাজী, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান , সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. সালাহ উদ্দিন বিশ্বাস, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফয়েজ বিন আকরাম , ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান , পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক সৈয়দা রোকেয়া বেগম , তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এনামুল করিম রেজা, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) আব্দুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সুমন (চট্টগ্রাম বিভাগ), সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ (বরিশাল বিভাগ), সাংগঠনিক সম্পাদক আদম শফিউল্লাহ (রংপুর বিভাগ), সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক মঈন বকুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস শিকদার।

কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে— মো. খোরশেদ আলম, মো. কামারুজ্জামান , মো. জসিম উদ্দিন, মুসা মিয়া মজুমদার, মো. মহিউদ্দিন, মো. কামারুজ্জামান খান, সালাউদ্দিন আয়ুবী, মো. হাবিবুল্লা ভুইয়া ও মোয়াজ্জেম হোসেনকে।

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪৫ সদস্যের কমিটির মধ্যে ২৩ জন নতুন। অন্যরা গত কমিটিতেও ছিল।’

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের