X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশে আদালত একটা না দুইটা, প্রশ্ন নজরুল ইসলামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ১৪:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৫:১১

জাতীয় দলের মানববন্ধন কারাবন্দি খালেদা জিয়াকে জামিন না দেওয়ায় আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘তথাকথিত দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তার সবগুলো মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। অথচ তার চেয়ে বেশি সাজা পাওয়া নাজমুল হুদার সাজার কয়েকদিনের মধ্যেই জামিন দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আদালত একটা না দুইটা?’

শনিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কারাবন্দি খালেদা জিয়ার প্যারোল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমরা কখনও বলিনি যে, কোনও কিছুর মাধ্যমে আমরা তার মুক্তি চাই, অথচ তার মুক্তি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

বিএনপি থেকে নির্বাচিত ছয় জন সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে এই সিনিয়র নেতা বলেন, ‘তারা শপথ নেবেন কিনা এটা আমাদের দলের সিদ্ধান্ত। তাদের বলা হয়েছে আপনারা দলের সিদ্ধান্ত ছাড়া সংসদে যাবেন না, তারা রাজি হয়েছেন। এখনও পর্যন্ত সংসদে যাওয়ার জন্য দলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী দলটি আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশব্যাপী আমরা আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে সারাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। তখন যে আন্দোলন হবে, সেই আন্দোলন ঠেকানোর ক্ষমতা এই স্বৈরাচার সরকারের থাকবে না।’

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুঁদা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা