X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দলে যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১৯:২৭আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২০:৩৪

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দল যৌথ নেতৃত্বে চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি,‘ দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা দলে যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি। সেই নেতৃত্বের মধ্য ‍দিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

সোমবার (২২ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম।

সমাবেশে বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলন সৃষ্টি করার আহ্বান জানিয়েছে ফখরুল বলেন, ‘ আসুন আমাদের নেত্রী খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্ত করতে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য গণআন্দোলন সৃষ্টি করি।’

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এসব হামলা বন্ধ করতে আমাদের বৈশ্বিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতা-কর্মীদের সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন, ‘ আজকে সংকটটা কোথায়? সংকট হচ্ছে সুপরিকল্পিত ষডযন্ত্র ও চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রহীন করা হচ্ছে। সেই জন্যই গণতন্ত্রের নেতা ও যারা অতীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও সচেতনভাবে সব অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ করে দেখবেন, আজকে রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন এমনকি মিডিয়াও এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ফলে আজকে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

ছাত্ররা সারা জীবন দেশের জন্য বেশি ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,‘ তারা ৫২’র ভাষা আন্দোলন, ৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আজকে দেশের সেই তরুণ সমাজের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দেশকে মুক্ত করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের আহ্বায়ক আব্দুল খালেক হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন