X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দল বহিষ্কার করতে পারে জেনেই শপথ নিয়েছি: জাহিদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৩:১৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৫৯

জাহিদুর রহমান (ছবি: সংগৃহীত)

দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়েছি বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান। তিনি বলেন, ‘দল আমাকে এর জন্য বহিষ্কার করলেও করতে পারে। এটি জেনেই শপথ নিয়েছি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি। দল বহিষ্কার করলেও আমি বিএনপিতে আছি, থাকবো। সংসদে আমার প্রথম কাজ হবে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাওয়া।’

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘এই শপথ দলের সিদ্ধান্তের বাইরেই। দীর্ঘদিন তো অপেক্ষা করলাম। যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের প্রচণ্ড চাপ আছে।’ তিনি জানান, ঢাকায় ১৫ দিন ধরে আছি, এলাকার মানুষের একটাই বক্তব্য— ‘শপথ নিয়ে ফিরে আসেন’।

শপথের বিষয়ে দলের কোনও পর্যায়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, আগে বলেছি। দেখাও করেছি। কোনও প্রকারের সম্মতি দেয়নি। দল শপথ নেবে না— এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই ফাইনাল।’

শপথের পর দল তো আপনাকে বহিষ্কার করতে পারে সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, ‘আমার বিষয়ে দল যেকোনও সিদ্ধান্ত নিতেই পারে। সেটা  জেনেশুনেই শপথ গ্রহণ করেছি। দল যদি মনে করে বহিষ্কার করবে, করতেই পরে। বহিষ্কার করলেও কিন্তু আমি দলে আছি। আমি এই দলের একজন নিবেদিত প্রাণ। সেই ছাত্রজীবন থেকে দীর্ঘ ৩৮ বছর এই দলের সঙ্গে সম্পৃক্ত।’

তিনি বলেন, ‘জনগণ আমাকে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা আমি যেন শপথ গ্রহণ করে এলাকা ও দেশের জন্য ভূমিকা পালন করতে পারি।’

আরেক প্রশ্নের জবাবে জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে মাঠে লড়াই করেছি। আমি এবার নিয়ে চতুর্থবার নির্বাচন করলাম। এই আসনটি বিএনপির ছিল না। স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামী লীগের। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জয়ী হতে সক্ষম হয়েছে।’

সংসদে কী ধরনের ভূমিকা রাখবেন প্রশ্নে তিনি বলেন, ‘নেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য সংসদে আমার ভূমিকা রাখা দরকার। আমার নেত্রীর বয়স এখন ৭৩ বছর। উনাকে গণতন্ত্রের স্বার্থে যেন মুক্ত করে দেওয়া হয়, সংসদে এই আহ্বান জানাবো। সংসদ সদস্য হিসেবে এটাই আমার প্রথম অঙ্গীকার। আর এলাকার হাজার হাজার নিরাপরাধ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করবো। বলবো, আপনি এগুলো দেখেন। এগুলোর বাদী পুলিশ। পুলিশ যা করেছে সব মিথ্যা মামলা করেছে। আপনার লোক কোনও মামলা করেনি, এটা দেখা উচিত। গণতন্ত্রের স্বার্থে সেসব মামলা প্রত্যাহারের দাবি রাখবো।’

এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান।

আরও পড়ুন: 

শপথ নিলেন বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান

/ইএইচএস/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!