X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ২০:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:৫১

জাতীয় সংসদে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কারণে ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের দল শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এটা বলবৎ আছে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শপথ নেওয়ার কারণে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’

বৃহস্পতিবার দুপুরে অনেকটা আকস্মিকভাবে সংসদে গিয়ে শপথ গ্রহণ করেন জাহিদুর রহমান জাহিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ও এখনও শপথ না নেওয়া অপর ৫ জন সংসদ সদস্য হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিজয়ী হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে জয়ী মোশাররফ হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে বিজয়ী উকিল আবদুস সাত্তার এবং বিএনপি মহাসচিব নিজেই। ঠাকুরগাঁওয়ে নিজের আসনে হেরে গেলেও খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে দাঁড়িয়ে জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে, সরকারের একটি প্রভাবশালী মহল থেকে নির্বাচিতদের শপথ নিতে চাপ দেওয়া হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে আরও এক বা একাধিক নির্বাচিত শপথ নিতে পারেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী আমিনুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমার এলাকা থেকে শপথ নেওয়ার বিষয়ে চাপ রয়েছে। দলের সিদ্ধান্ত শপথ না দেওয়ার, তবে এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে সংসদে যাওয়ার জন্যই।’

বিএনপির প্রভাবশালী একজন নেতা জানান, শপথ নেওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হবে জাহিদুর রহমান জাহিদকে। এছাড়া অন্য যে কেউ শপথ নিলে তাকেও বহিষ্কার করা হবে।

 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া