X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দলের ৯৫ ভাগ নেতাকর্মী মোকাব্বিরকে বহিষ্কারের পক্ষে: মন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ১৬:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:৪৩

মোকাব্বির খান ও মোস্তফা মহসীন মন্টু

গণফোরামের ৯৫ ভাগ নেতাকর্মী সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় মোকাব্বির খানকে বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন,এমন তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে বাংলা ট্রিবিউনের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘সম্প্রতি দলের কেন্দ্রীয় কমিটির সভায় ৯৫ ভাগ নেতাকর্মী মোকাব্বির খানকে বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন। কেন বহিষ্কার করা হয়নি, এটা সভাপতি (ড. কামাল হোসেন) ভালো বলতে পারবেন। তিনি একেক সময় একেক কথা বলেন।’

মোকাব্বির খানকে শুক্রবার গণফোরামের কাউন্সিলের মঞ্চে বসতে দেওয়ার বিষয়ে মন্টু বলেন, ‘আমরা তো জাতির সঙ্গে কমিটমেন্ট করে কাজ করি। এটা অগ্রহণযোগ্য যে, আজকে (শুক্রবার) দলের বিশেষ কাউন্সিলে তিনি (গণফোরাম ড. সভাপতি কামাল হোসেন) মঞ্চে বসতে দিয়েছেন। এটা খুব দুঃখজনক। আমি দুঃখিত, অনুতপ্ত জাতির কাছে।’

প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে অংশ নেন সংসদ সদস্য মোকাব্বির খান। কাউন্সিলে তার অংশগ্রহণকে কেন্দ্র করে এদিন বিকালেই দল থেকে পদত্যাগের কথা জানিয়েছেন দলের প্রকাশনা ও তথ্য সম্পাদক রফিকুল ইসলাম পথিক। কাউন্সিলে সাধারণ নেতাকর্মীরাও মোকাব্বির খানের মঞ্চে উপবিষ্ট হওয়াকে গ্রহণ করেননি। তারা তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

মোকাব্বির খানের প্রসঙ্গে মন্টু বলেন, ‘আমি এখন থেকে এসবের মধ্যে নেই। তাদের ব্যাপার তারা বুঝুক। জাতির কাছে আমি জবাবদিহিতা করতে চাই না, যারা মোকাব্বির খানকে মঞ্চে বসার সুযোগ দিয়েছেন, তারা জবাবদিহিতা করবে। আমি ছিলাম না।’

গণফোরাম থেকে পদত্যাগ করবেন কিনা, এমন প্রশ্নে মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমি এখনও এসব নিয়ে চিন্তা করিনি। আমরা আলোচনা করে জানাবো।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ