X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সংসদে যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি চান হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ০৩:২৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:৩১

সংসদ সদস্য হরুনুর রশিদ (ছবি: সংগৃহীত)

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদসহ বিএনপি থেকে নির্বাচিত চারজন সোমবার (২৯ এপ্রিল) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণের পর সংসদে যোগ দিয়ে দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন হারুনুর রশীদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় নেত্রীকে বলতে চাই, আজকে খালেদা জিয়া দীর্ঘ ১৫ মাস ধরে উচ্চ আদালতে জামিনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে খুন, হত্যা, ধর্ষণের মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হয়েও আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসছে। সংসদ নেতাকে বলবো—বয়স্ক খালেদা জিয়া হুইল চেয়ারে চলাফেরা করছেন। এই অবস্থায় তার সত্যিকার অর্থে জেলখানায় থাকার কথা নয়। অন্ততপক্ষে উনার জামিন পাওয়া উচিত। উচ্চ আদালতকে যদি আপনারা স্বাধীনভাবে কাজ করতে দেন, আপনার যারা অ্যাটর্নি জেনারেল ও সরকারি কর্মকর্তারা আছেন, তারা যদি সত্যিকার অর্থে বাধা না দেন তাহলে আমি বিশ্বাস করি, উনি কালই জামিন পাবেন।’
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্ততপক্ষে মানুষের কাছে বলতে পারবো, আমরা সংসদে ঢোকার পর উনাকে প্রধানমন্ত্রী মুক্ত করেছেন। নিম্ন আদালতে বিচার করেন, এরপর উচ্চ আদালত আছে বিচার করেন, কোনও অসুবিধা নেই। কিন্তু তাকে জামিনের অধিকার থেকে বঞ্চিত করবেন না।’

হারুনুর রশিদ অভিযোগ করেন, ‘বাংলাদেশের মধ্যে বিশেষায়িত হাসপাতালগুলোতে উনাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। ওয়ান ইলেভেনের সময় আমরা অনেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। তাহলে উনার ক্ষেত্রে সমস্যা কোথায়?’

‘মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে’

হারুনুর রশিদ সংসদে বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। বাস্তবতা হচ্ছে দেশের ১৭ কোটি মানুষ আজ জিম্মি, অসহায়। সারাদেশের মানুষ আজকে বিক্ষুব্ধ, অসন্তুষ্ট। জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার গঠিত হোক, এটাই মুক্তিযুদ্ধের চেতনা। জনগণ চায় ভোটের মধ্য দিয়ে সরকার গঠিত হোক। দেশে আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, জনগণের প্রতিনিধি দ্বারা দেশ শাসিত হবে—এটা দেশের মানুষ প্রত্যাশা করেন।’

তিনি বলেন, ‘অনেক চড়াই-উৎরাই পার হয়ে সংসদে আসতে পেরেছি। আমরা মাত্র পাঁচজন বিএনপি থেকে এখানে এসেছি। এর আগে ঐক্যফ্রন্ট থেকে দুজন এসেছেন। নব্বই দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আমরা সংসদে প্রবেশ করেছি। আমার ও সহকর্মীদের দলকে সম্মত করতে অনেক কষ্ট করতে হয়েছে। সংসদ নেতা অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। অহঙ্কার আর দাম্ভিকতা না দেখিয়ে, প্রকৃতপক্ষে দেশে যে সংকট চলছে, তা সমাধানের জন্য নেত্রীকে অনুরোধ করবো। অনুরোধ করবো সংসদ নেতাকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে নিঃসন্দেহে বিতর্ক রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ওই দিন সত্যিকার অর্থে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।’

এই সংসদ সদস্য বলেন, ‘সম্প্রতি যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সব রাজনৈতিক দল তা বর্জন করেছে। আপনারা একাধিক প্রার্থী দিয়েছেন। আপনারা বিরোধী প্রার্থী দিয়েছেন। তারপরও সেখানে পাঁচ শতাংশ মানুষও ভোট দেয়নি। মানুষ কী অবস্থায় আছে, এটা নিশ্চয় আপনাদের উপলব্ধিতে আসা উচিত। এই সংকট থেকে যত দ্রুত আমরা বেরিয়ে আসতে পারবো, ততই আমাদের জন্য মঙ্গলজনক হবে।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করবো, সত্যিকার অর্থে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হোক। বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি; এভাবে দেশে শান্তি ফিরে আসবে না। আপনাকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। কিন্তু দেশে ব্যাপক ও ভয়াবহ লুটপাটও হচ্ছে। এই লুটপাটের বিরুদ্ধে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হলে দেশ আরও এগিয়ে যাবে।’

‘আমরা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য এসেছি সত্যি কথাগুলো বলতে। এই সংসদ নেতার সামনে দাঁড়িয়ে শপথ করে বলছি, শপথ নেওয়ার সময় বলেছি, আমরা সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো। সারাদেশে যেসব ঘটনা সংঘটিত হচ্ছে, সেগুলো আমরা বলার চেষ্টা করবো।’

‘মাননীয় স্পিকার, আপনি সময় দেবেন, আমরা যদি সময় পাই এবং কথা বলি তাহলে আপনারাই উপকৃত হবেন। আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারবেন। তোষামোদি নয়, বাস্তব কথাগুলো বলার জন্য আমরা সংসদে এসেছি। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা এই জায়গাটি হারিয়ে ফেলেছি।’

হারুনুর রশিদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন এবং মোটর শ্রমিক ইউনিয়ন, মালিক ইউনিয়ন, ঠিকাদার পরিষদসহ কোনও নির্বাচনই সরকারের ইশারা ছাড়া সম্পন্ন হয় না। এতে ভয়াবহ সংকট তৈরি হচ্ছে। এই অবস্থা দূর করা জন্য সংসদ নেতার প্রতি অনুরোধ করবো। আপনি পারেন এবং আপনি পারবেন তা প্রমাণ করেছেন। এখন এই বিষয়গুলোর জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে।’

‘দলমত নির্বিশেষে দেশকে সন্ত্রাসমুক্ত করতে হবে’

সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবের সমর্থন করে দলমত নির্বিশেষে দেশকে সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানান বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। শেখ সেলিম ভাই, আমরা ওয়ান ইলেভেনের সময় একসঙ্গে কারাগারে ছিলাম। তার নাতি শ্রীলঙ্কায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সন্ত্রাসীদের কোনও স্থান-কাল-পাত্র নেই। বাংলাদেশও এর থেকে মুক্ত নয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করতে হবে। অবশ্যই জঙ্গিমুক্ত, মাদকমুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিতে পারলে, এ ক্ষেত্রে সাফল্য অর্জন করা যাবে।’

তিনি বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ড নিয়ে পত্রপত্রিকায় আমরা দেখতে পাই, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা এর সঙ্গে জড়িত রয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। এ জন্য সংসদ নেতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সন্ত্রাস দমন, ধর্ষণ ও নির্যাতনের ক্ষেত্রে এ রকম দৃষ্টান্ত স্থাপন করা গেলে, আমরা সন্ত্রাস দমনের ক্ষেত্রে সন্তোষজনক জায়গায় যেতে পারবো।’

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!