X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপিকে জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান ১৪ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২৩:১৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২৩:২১





বিএনপিকে জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান ১৪ দলের বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগ দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ১৪ দলের নেতারা। তারা সংসদে জোরালো ভূমিকা রাখবেন— এমন আশা প্রকাশ করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যলায়ে ১৪ দল আয়োজিত ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বিশ্বমানবতা’ শীর্ষক শান্তি সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রসমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি সংসদে যোগ দিয়েছে, আমরা আহ্বান করবো আপনারাও শেখ হাসিনার জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালন করুন।’ তিনি বলেন, ‘জঙ্গিদের কোনও ধর্ম নেই, দেশ নেই। যেকোনও মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। আমার অহিংস বাংলাদেশ দেখতে চাই। অহিংস বিশ্বাস দেখতে চাই।’
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুল মতিন খসরু বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। বৈশ্বিকভাবেই এ সমস্যার মোকাবিলা করতে হবে। দলমত নির্বিশেষে এই সমস্যা মোকাবিলায় কাজ করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লেখক সৈয়দ আবুল মকসুদ, শাহরিয়ার কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এমপি শফিক রহমান প্রমুখ।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা