X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশের মানুষের জীবন অনিশ্চিত: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৬:৪১আপডেট : ০১ মে ২০১৯, ১৭:০৩

দলীয় সভায় বক্তব্য রাখছেন বি. চৌধুরী

 

বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী মানুষের জীবনের নিশ্চয়তা বিধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ মে) দুপুরে দলের বাড্ডা কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বি. চৌধুরী বলেন, ‘দেশের মানুষের জীবন অনিশ্চিত, কিন্তু সংবিধান অনুযায়ী ইজ্জত-সম্মান প্রত্যেক মানুষের প্রাপ্য।’ সরকারি চাকরিজীবীদের মতো পোশাক শ্রমিকদেরও সব সুবিধা থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ন্যায়সঙ্গত বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে।’

পোশাক শিল্পের নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জিডিপির একটি বিশাল অংশ পোশাক খাত থেকে আসছে।’

এ প্রসঙ্গে বি. চৌধুরী আরও বলেন, ‘১১ বছর আগে আমাদের জিডিপি ছিল মাত্র সাড়ে ৫০০ ডলার, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৯০০ ডলার।’ সব শিল্পের মালিক-শ্রমিক সমঝোতার মাধ্যমেই শ্রমিক শ্রেণির উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।।

সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, ‘প্রতিদিন মা বোন ও শিশু ধর্ষিত হচ্ছে।’ তিনি শিশু ধর্ষণকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা বিএনপি‘র সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান রানা বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিকল্পধারায় যোগ দেন।

বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, ডা. রফিকুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর ফারুক, ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার আকন্দ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, খায়রুল আলম সবুজ, হিরণ প্রধান, তাসলিমা আক্তার, শান্তা ইসলাম, বিউটি আক্তার, নাজনীন, জামাল হোসেন প্রমুখ।

বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন— বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, ডা. রফিকুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর ফারুক, ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার আকন্দ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, খায়রুল আলম সবুজ, হিরণ প্রধান, তাসলিমা আক্তার, শান্তা ইসলাম, বিউটি আক্তার, নাজনীন, জামাল হেসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্ঘটনার পর প্রাইভেটকারের মদ লুট: চালক গ্রেফতার
দুর্ঘটনার পর প্রাইভেটকারের মদ লুট: চালক গ্রেফতার
উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা
উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা
আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল প্রধানকে অপসারণ
আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল প্রধানকে অপসারণ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত