X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, দ্রুত সম্মেলনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৯, ১৭:০২আপডেট : ১১ মে ২০১৯, ১৭:০২

আওয়ামী লীগ

খুলনা বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক সফরের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এই সভা থেকে দ্রুত সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এই নির্দেশনা দেন।  

এসময় তিনি বলেন, ‘এই রমজান মাসের মধ্যেই চুয়াডাঙ্গা জেলার নতুন ইউনিয়নগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। জুলাই মাসের মধ্যে ইউনিয়ন পর্যায়ের সম্মেলন শেষ করে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সব উপজেলার সম্মেলন সম্পন্ন হতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর আমাদের নেত্রীর জন্মদিন। নেত্রীর জন্মদিনের আগেই জেলা আওয়ামী লীগের সম্মেলন আমরা করতে চাই।’ এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংগঠনকে শক্তিশালীকরণের পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্বেদনা আমাদের বুঝতে হবে। তাদের সঠিক মূল্যায়ন না করতে পারলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জুয়ার্দার ছেলুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলি আসগর টগর, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জীবন নগর উপজেলা সভাপতি গোলাম মর্তুজা, সদর উপজেলার সভাপতি আব্দুল মান্নান নান্নু, দামুড়দা উপজেলা সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আলমডাঙ্গা উপজেলার সভাপতি হাসান কাদির গনু, এমপি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সভাটির সঞ্চালনা করেন।

খুলনা সফরের অংশ হিসেবে রবিবার (১২ মে) যশোর জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ মে নড়াইল, ১৪ মে সাতক্ষীরা, ১৮ মে খুলনা মহানগর, ১৯ মে খুলনা জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

 

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’