X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের মারামারি নিয়ে উদ্বেগের কিছু নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৭:১০আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:০৮





মাহবুব-উল আলম হানিফ

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পদবঞ্চিত’দের বিক্ষোভ ও দুই পক্ষের মারামারির ঘটনায় উদ্বেগ প্রকাশের কিছু নেই বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ছাত্রলীগের কাউন্সিলের পরে কমিটি গঠিত হয়েছে। ছাত্রলীগের হাজারো নেতাকর্মী আছেন এবং তারা সবাই যোগ্য। তারা সবাই পদ-পদবির প্রত্যাশা করেন। কিন্তু সবাইকে তো আর পদ-পদবি দেওয়া সম্ভব হয় না। স্বাভাবিকভাবেই যখন সবাই অন্তর্ভুক্ত হন না বা অনেকে পদ পান না, তখন তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা যেতে পারে, হওয়াটাই স্বাভাবিক। দেখা গেছে, অনেকে যে পদ পেয়েছেন, তাদের প্রত্যাশা ছিল আরও বড় পদ পাওয়ার। কাঙ্ক্ষিত সেই পদ না পেয়ে তাদের মধ্যে অসন্তুষ্টি থাকতে পারে।’
ছাত্রলীগের অভিভাবক সংগঠন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘যতটুকু জেনেছি, মধুর ক্যান্টিনে যে ঘটনা ঘটেছে, তা সামান্য ঘটনা। এটা নিয়ে আমার মনে হয় খুব উদ্বেগ প্রকাশ করার কিছু নেই। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বসেই এটা ঠিক করে ফেলতে পারেন এবং এর সমাধানের মাধ্যমে আবারও পুরোদমে ছাত্রলীগ কাজ করতে পারবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এর আগে সেখানে হানিফের সভাপতিত্বে দলের একটি যৌথসভা অনুষ্ঠিত হয়।

/এমএইচবি/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!