X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকার কৃষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১৬:১৬আপডেট : ১৬ মে ২০১৯, ১৬:১৮

খেলাফত মজলিস কৃষকরা উৎপাদিত বোরো ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধানক্ষেতে আগুন দিয়ে ধান পুড়িয়ে প্রতিবাদ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেন, নির্ধারিত মূল্যে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান না কিনে সরকার কৃষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।
মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘সরকার ও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে কৃষকরা বোরো ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। বর্তমানে বাজারে ধানের যে মূল্য তাতে বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকদের। অথচ বাজারে চালের দাম চড়া। কৃষকদের লোকসান দেওয়ার সংগতি নেই। এ অবস্থায় হতাশ ও বিক্ষুব্ধ কৃষকরা ধান না কেটে জমিতেই ধান পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন।’
খেলাফত মজলিসের দুই নেতা আরও  বলেন, ‘দেশের কৃষকসমাজ আজ সর্বস্বান্ত হয়ে পড়েছে। সরকার ধানের যে মূল্য নির্ধারণ করেছে, কৃষকরা তার অর্ধেকও পাচ্ছেন না। কৃষকদের এ দুরাবস্থায় সরকারের কোনও ইতিবাচক পদক্ষেপ নেই, যা অত্যন্ত হতাশাজনক। মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা ফসল উৎপাদন করেন। তারা যদি ফসলের উৎপাদন খরচও না পান এবং তাদেরকে লোকসানের সম্মুখীন হতে হয়, তবে কৃষকরা সর্বস্বান্ত হয়ে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবেন। এটা জাতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই কুষকদের বাঁচাতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে।’

লোকসানের হাত থেকে বাঁচাতে অবিলম্বে মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সরকার নির্ধারিত মূল্য মনপ্রতি ১ হাজার ৪০ টাকা দরে বোরো ধান ক্রয় করার পদক্ষেপ গ্রহণের দাবি জানান খেলাফত মজলিসের আমির ও মহাসচিব।

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা