X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আমদানির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২৩:০০আপডেট : ২৩ মে ২০১৯, ২৩:১৫

বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিদেশ থেকে আমদানির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে। যে দেশের কৃষক তার ফসলের দাম পাবে না, সে দেশে কখনও উন্নয়ন হবে না।’

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘কৃষক ফসল উৎপাদন করছে, কিন্তু তার দাম পাচ্ছে না। তাহলে তারা কীভাবে খরচ করবে? কারণ, খরচ করার মতো অর্থ তো তার কাছে নাই। বরং আমদানির মাধ্যমে উল্টো কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজ যারা ক্ষমতায় আছে, তাদের সঙ্গে ব্যবসায়ীদের একটা বন্ধন তৈরি হয়েছে। এজন্য নীতিমালার মাধ্যমে কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায়ীরা অতিমুনাফা থেকে বঞ্চিত হবে।’

তিনি বলেন, ‘উৎপাদন খরচ না উঠায় কৃষকদের মাঝে এখন হাহাকার দেখা যাচ্ছে। কৃষকদের কাছে আমাদের যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমদানির চাইতে রফতানি বেশি হয়েছে। কিন্তু আজ কৃষক তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিচ্ছে।’

খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের যে মনোভাব তাতে আন্দোলন-সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। তাকে মুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এজন্য কৃষক-শ্রমিক সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

একই সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএন‌পির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যে যেখানে যেভাবে আছেন, যখন আমরা ডাক দেবো, সেই ডাকে আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। তাহ‌লে দেশে গণতন্ত্র ফিরে আস‌বে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ন-মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি