X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সরকার কি খালেদা জিয়াকে হত্যা করতে চায়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ১৩:৫৮আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:৩৬

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা
সরকার কি খালেদা জিয়াকে হত্যা করতে চায়, সেই প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের কাছে এমনটাই মনে হয়েছে। কিন্তু এটা বিশ্বাস করতে চাই না। তারা কি খালেদা জিয়াকে এভাবে বিনা চিকিৎসায় কারাগারের মধ্যে মেরে ফেলতে চায়? তাকে কি তারা হত্যা করতে চায়? এত দুর্বলতা কেন? নিজের প্রতি আস্থার অভাব কিসের জন্য? কারণ, তারা নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। তাদের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। এই কারণে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’ 

শুক্রবার (২৪ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসেন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এতই খারাপ হয়েছে যে, তিনি এখন বিছানা থেকে উঠতে পারছেন না। কারও সাহায্য ছাড়া বাথরুমেও যেতে পারছেন না। জনগণের জানা উচিত তাদের নেত্রী কেমন আছেন।’

খালেদা জিয়া রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি রাজপথে সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের সঙ্গে আপস করেন নাই। এই কারণে ১৯৯১ সালে জনগণই তাকে ক্ষমতায় এনেছে। বর্তমানে দেশে যেসব জাতীয় নেতা রয়েছেন, তাদের মধ্যে খালেদা জিয়া সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছেন।’

খালেদা জিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি ইনসুলিন নেওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এখনও তার সুগার ১৫-১৬ থাকে। কারাবন্দি একজন নেত্রীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের পরিণত কী হতে পারে, তা আমরা সবাই জানি। খালেদা জিয়ার দুই কাঁধে ব্যাথা বেড়েছে।  তিনি পা সোজা করে রাখলে বাঁকা করতে পারছেন না। তার মাসলগুলো অকেজো হয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা বারবার বলেছি তাকে উন্নত চিকিৎসা দিতে। কিন্তু সরকার কোনও কর্ণপাত করছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘তিনি জামিন পেতে পারেন এবং সবাই পেয়েছেন। তার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? তার আইনগত যা প্রাপ্য, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা বিলম্ব করছে এবং আদালতের ওপর হস্তক্ষেপ করছে, যেটা সাংবিধানের লঙ্ঘন। খালেদা জিয়ার চিকিৎসার সব খরচ বিএনপি বহন করতে রাজি আছে। কিন্তু এরপরও সরকারের পক্ষে থেকে কোনও উদ্যোগ নিতে দেখছি না।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট জানানো সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘খালেদা জিয়া সরকারের দায়িত্বে (হেফাজতে) রয়েছেন। আত্মীয়-স্বজনকেও দেখা করতে দেওয়া হচ্ছে না। আমরা আগে ২-১ বার দেখা করেছি। এখন আর দেখা করতে দিচ্ছে না। তাকে মুক্তি দিতে হবেই। তিনি মুক্তি পেলেই সুচিকিৎসা করা সম্ভব। খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু হলে সরকারকেই দায়দায়িত্ব বহন করতে হবে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সংসদে যাওয়ার সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনও সম্পর্ক ছিল না। রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও দলের স্বার্থে সংসদে গিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা উচ্চ আদালতের কাছে প্রত্যাশা করি, খালেদা জিয়ার জামিন হবে। কালও তার জামিন নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। দুটি মামলায় সঙ্গে সঙ্গে তার জামিন হওয়ার কথা। কিন্তু অ্যাটর্নি জেনারেল বললেন, তিনি অসুস্থ, আবার বললেন তিনি অন্য কাজে ব্যস্ত আছেন। সরকারকে বলবো, রাজনৈতিকভাবে মোকাবিলা করেন। প্রতিপক্ষকে জেলে আটকে রেখে রাজনীতি করছেন কেন। খালেদা জিয়াকে মুক্ত করেন, তারপর রাজনীতি করেন।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

 

/এএইচআর/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী