X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আন্দোলনের জন্য প্রস্তুত জনগণ: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৯, ১৫:৫৪আপডেট : ২৫ মে ২০১৯, ১৬:১০

দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ব‌লে‌ছেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন করার জন্য জনগণ প্রস্তুত আছে। এখন শুধু নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার অপেক্ষা। আমরা সেই কাজটিই কর‌ছি।’

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন ব‌লেন, ‘প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রিত বিচারালয় থেকে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে, এটা কেউ বিশ্বাস করে না। অতএব আন্দোলন করতে হবে। আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা এটাই বলেন। ত‌বে শুধু বললেই হবে না। আন্দোলন করে দেখাতে হবে। আর এ আন্দোলন করতে হলে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে। তাহ‌লে আন্দোলন সফল হ‌বে।’

ভারতের নির্বাচনের কথা উল্লেখ করে বর্তমান সরকারের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা সব সময় ভারত ভারত করেন। অথচ নির্বাচনের ক্ষেত্রে তাদের অনুসরণ করেন না। ভারতের কাছ থেকে নির্বাচনের পদ্ধতি শিখতে হ‌বে। তাদের কাছ থেকে গণতন্ত্রের চর্চা কীভাবে করতে হয়, তা শিখ‌তে হ‌বে।’

ভারতের জনগণ ও নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি ভারতের জনগণকে অভিনন্দন জানাই, তারা নিজেদের ভোট দিতে পেরেছেন। আর মোদিকে অভিনন্দন জানাই এ জন্য যে, তিনি ক্ষমতায় থেকেও একটি সুষ্ঠু নির্বাচন করেছেন।’

জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা