X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিএনপির ইফতারে আওয়ামী লীগের না যাওয়া দুর্ভাগ্যজনক: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৯, ০৪:৪৫আপডেট : ২৯ মে ২০১৯, ০৪:৪৯

‘একাত্তর জার্নাল’ আলোচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের না আসাকে দুর্ভাগ্যজনক হিসেবে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মঙ্গলবার বিএনপির ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন। তবে দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ থেকে কেউ আসেননি। যে করেই হোক আওয়ামী লীগের কাউকে আনা উচিত ছিল। আমি মনে করি, আওয়ামী লীগকে ইফতার অনুষ্ঠানে আনতে আরও উদ্যোগ নেওয়ার দরকার ছিল।
মঙ্গলবার (২৮ মে) বেসরকারি একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ এর আলোচনায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। তবে কতগুলো বিষয়ে আমাদের এক জায়গায় হতে হবে। এটা না পারা এক ধরনের ব্যর্থতা।
বিএনপির সাম্প্রতিক রাজনীতিকে কীভাবে দেখছেন - সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে। এটি সাম্প্রতিককালে দলটির সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আসন্ন জাতীয় বাজেট নিয়ে আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের অংশ নেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাব দিয়েছেন। আমি সেই কপিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরামের সভাপতি ড. কামালকে দিয়েছি। আমি মনে করি, জাতীয় বাজেট নিয়ে সংসদের ভেতরে ও বাইরে জাতীয় ঐক্যফন্টেরও আলোচনা করা উচিত।

আমি সব রাজনৈতিক দলের শুভানুধ্যায়ী

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতামত বিএনপির মতামত নয়, বিএনপি তার মতামতকে গ্রহণ করলে ভালো হতো- এক আলোচকের এ মন্তব্যের বিষয়ে বিএনপিপন্থী এ বুদ্ধিজীবী বলেন, ‘আমি তো বিএনপির সদস্য নই, একজন শুভানুধ্যায়ী। আমি সব রাজনৈতিক দলের শুভানুধ্যায়ী। আমি মনে করি, আমলাতান্ত্রিকতা, স্বৈরাচার এগুলো আমাদের কখনও মুক্তি আনবে না। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠা হবে না।’


আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. এস এম মাসুম বিল্লাহ।

আরও পড়ুন: রাজনীতিকদের ৩০ টাকার ইফতার করালো বিএনপি

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির
গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে