X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১৬:০৪আপডেট : ০৫ জুন ২০১৯, ১৬:২৭





খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসেছেন তার সাত জন স্বজন। ঈদের দিন দুপুর দেড়টার দিকে তারা শাহবাগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রায় একঘণ্টা সেখানে অবস্থান করেন। গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ’তে ভর্তি আছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘ঈদের দিন দুপুরে খালেদা জিয়ার সাত স্বজন দেখা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তনীয়।’

বিএনপি’র একাধিক দায়িত্বশীল নেতা বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি নেতারাও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৫ জুন) সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে সাত জন যাবেন হাসপাতালে তাকে দেখতে। আমরা আবেদন করেছিলাম, অনুমতি দেয়নি। পরিবারের সাত জনকে দিয়েছে।’

সাংবাদিকদের সামনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘আইন যেটা আছে, জেল কোডে যেটা লেখা আছে, ঈদের উৎসবের দিনে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, স্বজন যারা আছেন, তাদের দেখা করতে দিতে হবে। সেখানে অবশ্যই কর্তৃপক্ষ বিধি লঙ্ঘন করেছেন। তারা একেবারে লিমিটেড করে দিয়েছেন, পরিবারের সাত জন ছাড়া কেউ দেখা করতে পারবেন না।’
এর আগে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএ জাহিদ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যরা যাওয়ার কথা। আত্মীয়-স্বজনরাও যাবেন। তার বড় বোন সেলিমা ইসলাম, তার ভাইয়ের স্ত্রী, ভাগ্নেসহ কয়েকজন যাবেন।’

ঈদের দিন সকালে খালেদা জিয়ার কারাবন্দি থাকার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জন্য এটা আরও হৃদয়বিদারক এজন্য যে, আমাদের নেত্রী কারাবন্দি। তার সঙ্গে আমরা দেখাটা পর্যন্ত করতে পারছি না। এ অবস্থায় ঈদুল ফিতরের দিনটি আমরা পালন করছি।’

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী