X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘তিস্তার পানি ও রোহিঙ্গা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশা তৈরি হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ১৮:০৭আপডেট : ১০ জুন ২০১৯, ২০:১৩





‘তিস্তার পানি ও রোহিঙ্গা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশা তৈরি হয়েছে’ তিস্তার পানির ন্যায্য হিস্যা ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে সাইফুল হক বলেন, গতকাল রবিবার (৯ জুন) সংবাদ সম্মেলনে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতির মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিস্তার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে তিনি পরিষ্কার কোনও অবস্থান গ্রহণ করেননি।

সাইফুল হক বলেন, সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ওপর বাংলাদেশের ন্যায্য অধিকার রয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ইলিশ মাছ আর জামদানি শাড়ির কূটনীতি দিয়ে বা ভারতের প্রতি অনুগত নীতির মনোভাব নিয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না। এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান সাইফুল হক।
বিবৃতিতে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারেও প্রধানমন্ত্রীর বক্তব্যে আশার আলো নেই বলেও দাবি করেন সাইফুল হক। বলেন, এ ব্যাপারে বাংলাদেশ তার বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকৃত চীন, রাশিয়া, এমনকি ভারতের সমর্থন নিয়ে সর্বাত্মক কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
প্রসঙ্গত, ত্রিদেশীয় সফর নিয়ে রবিবার (৯ জুন) বিকাল ৫টায় গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। গত ২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত তিনি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করেন। ১১ দিনের সফর শেষে শনিবার (৮ জুন) সকালে দেশে ফেরেন তিনি।

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!