X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাজেট প্রত্যাখ্যান করে বাম জোটের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ২০:২৩আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৪৫

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচি প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও ধনী-গরিব বৈষম্যের বিশাল ঘাটতির বাজেট বলে আখ্যায়িত করেছে বাম গণতান্ত্রিক জোট। তারা এ বাজেটকে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় শিক্ষা-স্বাস্থ্য-কৃষি, সামাজিক নিরাপত্তা খাতসহ জনকল্যাণ ও উৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির, ঋণনির্ভর, ধনী-গরিব বৈষম্যের বাজেট। আমাদের দেশে বাজেট প্রণয়ন প্রক্রিয়াটাই গণতান্ত্রিক না, আমলাতান্ত্রিক। ফলে প্রতি বছরের মতো আমলাদের বেতন-ভাতা এবং দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র এসব অনুৎপাদনশীল খাতে মোট বাজেটের ৪১ শতাংশ বরাদ্দ করা হয়েছে। বিপরীতে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ উৎপাদনশীল খাত প্রতিবারের মতো উপেক্ষিত থাকছে। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। অথচ প্রতি বছর এ সুযোগ দেওয়া হলেও কালো টাকার মালিকেরা সামান্যই সাড়া দেয়। গত ১০ বছরে মাত্র ১৪ হাজার কোটি কালো টাকা সাদা হয়েছে, যার ৯ হাজার কোটি টাকাই ২০০৭-০৮ সালে হয়েছে।

বক্তারা আরও বলেন, বাজেটে পাঁচ স্তরের যে নতুন ভ্যাট আইন প্রণয়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে একদিকে গ্রাহক বা ভোক্তাদের হয়রানি বাড়বে। অন্যদিকে কর আদায়েও জটিলতা বাড়বে। প্রতিবারের মতো এবারও পোশাক শিল্পের মালিকদের আগের ৩৬০০ কোটি টাকার সঙ্গে নতুন করে আরও ২৮২৫ কোটি টাকার প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হলেও গার্মেন্ট শ্রমিক ও গ্রামীণ শ্রমজীবীদের আবাসন ও রেশনের জন্য কোনও থোক বরাদ্দ রাখা হয়নি। শিক্ষা খাতে ১৬.৭৫ শতাংশ বরাদ্দ দেখানো হলেও বাস্তবে এটা সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, ক্যাডেট কলেজ, সামরিক শিক্ষা এবং ২৮ মন্ত্রণালয় অধিদফতরের ট্রেনিংকে যুক্ত করে দেখানো হয়েছে। বাস্তবে শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে মাত্র ১১.৬৮ শতাংশ, যা মোট জিডিপির মাত্র ২.১১ শতাংশ।

বক্তারা দাবি জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এবং সুনির্দিষ্টভাবে এবারের বোরো ধানের দাম না পেয়ে যে এক কোটি ৮০ লাখ কার্ডধারী কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা শাহ আলম, সাইফুল হক, মোশারফ হোসেন নান্নু, হামিদুল হক, মানস নন্দী ও বাম জোটের ঢাকা মহানগর সমন্বয়ক খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়