X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দাবি আদায়ের আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ২১:৪৪আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:৫৪

ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভাঙালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি চার দফা দাবির সবক’টি আদায়ের বিষয়ে আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা। আজ সোমবার (১ জুলাই) রাত আটটার দিকে অনশনস্থলে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে আশ্বাস দিয়ে তাদের অনশন ভাঙান।

এর আগে টানা চতুর্থ দিনের মতো অনশনে বসেন এই আন্দোলনকারীরা। তারও আগে তারা টানা ৩৪ দিন রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

অনশন ভাঙার পর রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পদবঞ্চিতদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেও দাবি পূরণের আশ্বাস পান তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বি এম বাহাউদ্দিন নাছিম ও মোজাম্মেল হক।
বৈঠকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন আন্দোলনের মুখপাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মসূচি পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন। তিনি বলেন, ‘আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস কেন্দ্রীয় নেতারা দিয়েছেন। এর আগে রাজু ভাস্কর্যে এসে আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি আমাদের অনশন ভাঙিয়েছেন। তাদের আশ্বাসে আমরা সব ধরনের কর্মসূটি প্রত্যাহার করে নিয়েছি।’
আন্দোলনকারীদের চার দফা দাবি হলো—প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, বিতর্কিত সব নেতাকে বহিষ্কার, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং মধুর ক্যান্টিন (১৩ মে) ও টিএসসিতে (১৯ মে) পদবঞ্চিতদের ওপর হামলার বিচার করা।

/এসআইআর/আইএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা