X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ১৩:০৪আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:০০

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।  তিনি বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, কালকে (শনিবার, ৬ জুলাই) যেরকম ছিল, সেরকমই আছে। অবস্থার অবনতি হয়নি। কোনও কোনও ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রবিবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে জিএম কাদের সাংবাদিকদের এসব কথা জানান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদকে ৪ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ২৬ জুন তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আজও (রবিবার) এরশাদের ডায়ালাইসিস চলছে। সিএমএইচ-এর চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে।
তিনি বলেন, এরশাদের শ্বাস-প্রশ্বাসসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আস্তে আস্তে শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
হুসেইন মুহম্মদ এরশাদের রক্ত প্রয়োজন−এমন সংবাদে অনেকেই রক্ত দিয়েছেন, অনেকেই রক্ত দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। এরশাদের জন্য মানুষের এই ভালোবাসায় কৃতজ্ঞতা জানান জিএম কাদের। এছাড়া গত শুক্রবার সারা দেশের সব মসজিদ এবং মন্দিরে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন। এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয় ওলামা পার্টি। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নূরুল আজাহার, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।

আরও পড়ুন:

অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন: জিএম কাদের

এরশাদের চিকিৎসায় রক্তের ব্যবস্থা হয়েছে: জিএম কাদের

 

/এসটিএস/এনআই/ওআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়