X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘চোখ মেলে সাড়া দিচ্ছেন এরশাদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৫:২১

সংবাদ সম্মেলনে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তার ছোটভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘আজ তাকে ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন।’ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘তার শরীরে সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনি কতটা কাজ করছে, সেটা পরীক্ষা করতে আজ চিকিৎসকরা ডায়ালাইসিস বন্ধ রেখেছেন।’

এরশাদের লিভারে বিলিরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘তার রক্তে কিছুটা প্লাটিলেট দেওয়া হচ্ছে প্রতিদিনই। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।’

এরশাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব এড়িয়ে চলতে গণমাধ্যমকর্মী ও দেশবাসীর প্রতি অনুরোধ জানান জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ জুন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন- অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন: জিএম কাদের 

/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী