X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থিতিশীল রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২১:০২আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:০৫

 

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রলীগকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও যৌন নির্যাতন প্রতিরোধে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের দলাদলিতে ছাত্র নেতারা জড়াবেন না। কোনও সমস্যা হলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ হলে আমার সঙ্গে আলোচনা করবেন। শিক্ষার উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি। তাই কোনোভাবেই শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না।’

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। 

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছিলেন। এতে দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময়ের সময় ছাত্র নেতারা নিজ-নিজ বিশ্ববিদ্যালয়ের  সমস্যাগুলো তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের আবাসন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট সমস্যা, পরীক্ষায় কোডিং সিস্টেম চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, ক্যান্টিনের সমস্যা ও খাবার সমস্যার কথা তুলে ধরেন। ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সমস্যা, অবকাঠামোগত উন্নয়নের ধীরগতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বৈষম্যমূলক আচরণ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আগামী ১০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো লিখিতভাবে জানানোর জন্য ছাত্র নেতাদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্টার এবং উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত প্রকল্প পরিচালকদের (পিডি) নিয়ে বৈঠকে বসার কথা জানান শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের তুলে ধরা বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করে সমাধানের চেষ্টা করবেন বলে ছাত্রলীগ নেতাদের আশ্বাস দেন দীপু মনি।

বৈঠকে ছাত্রলীগ নেতাদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ছাত্রদের প্রধান কাজ লেখাপড়া করা। আর ওই লেখাপড়া কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার ও দেশের অগ্রগতিতে অবদান রাখা।’

মতবিনিময় সভায় ছাত্রলীগের নেতারা উপমন্ত্রী ছাত্রলীগ নেতাদের আরও বলেন, ‘প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে, এই আইনের মধ্যে থেকে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে কাজ করবে।’

বৈঠকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগকে ছাত্রদের দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।’

সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো অনেক সময় তাদের স্বায়ত্তশাসনের অপব্যবহার করে। ছাত্র রাজনীতি যারা করে, তাদের অনেক সময় কম নম্বর দেওয়ার অভিযোগ রয়েছে। যা খুবই দুঃখজনক।’ এই সমস্যা সমাধানে ছাত্রলীগ নেতারা কোডিং সিস্টে চালু করার দাবি জানান।

 

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী