X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শপথের পর ওবায়দুল কাদেরের সঙ্গে জিএম সিরাজের কোলাকুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২১:০৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:১১

শপথ গ্রহণের পর সংসদ ভবনের প্রবেশ মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কোলাকুলি করেন বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করানোর পর সংসদ ভবনের প্রবেশমুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পেয়ে যান জিএম সিরাজ। এসময় তিনি নিজে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করেন।

জিএম সিরাজের সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিএম সিরাজ শপথ গ্রহণ করেন বেলা সাড়ে তিনটার দিকে। শপথ শেষ করে অন্যান্য আনুষাঙ্গিক কাজ ছিল। সেগুলো শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রবেশমুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হয় জিএম সিরাজের। এরপর উভয়ে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।’ 

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষিত হলে গত ২৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ এবং রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

 

 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া