X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজনীতিতে ধর্মের ব্যবহার করেও ইসলামি দলগুলোকে কাছে টানতে পারেননি এরশাদ

চৌধুরী আকবর হোসেন
১৫ জুলাই ২০১৯, ০৭:৩৩আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১১:০০




এইচএম এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার জুমার নামাজের দিন—তাই এদিনকে সরকারি ছুটিও করা হয় তার সময়ে। সারাদেশে মসজিদ নির্মাণ, সংস্কার ও মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন তিনি। প্রায়ই তিনি বিভিন্ন পীরের মাজারে ছুটে যেতেন। এভাবে রাজনীতিতে ধর্মের সর্বোচ্চ ব্যবহার করেও ইসলামি দলগুলোকে কাছে টানতে পারেননি এরশাদ। ক্ষমতায় থেকে এবং পরে বিভিন্ন সময়ে এরশাদ জোট গঠনের চেষ্টা করলেও তাতে যুক্ত হয়নি ধর্মভিত্তিক দলগুলো।

মসজিদের ইমাম ছিলেন যশোরের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। এরশাদের কল্যাণে তার সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। তবে এরশাদের পতনের পর পর জমিয়তে উলামায় ইসলামে যোগ দেন মুফতি ওয়াক্কাস। বর্তমানে তিনি এই দলের একাংশের চেয়ারম্যান। মুফতি ওয়াক্কাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত এরশাদের সঙ্গে ছিলাম। আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হওয়ার পরে জাতীয় পার্টিতে যোগদান করি। কিন্তু আমার মূল দল ছিল জমিয়তে ইসলাম। পরে আবারও সেই দলে ফিরে আসি।’

মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ তিনি বলেন, ‘এরশাদ সাহেব আমাকে যথেষ্ট ভালো জানতেন। জাতীয় পার্টিতে যোগ দেওয়ার জন্য তিনি আমাকে দুই লাখ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছি, টাকা নেবো না। ব্যক্তিগতভাবে এরশাদের অনেক কিছু থাকলেও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তার অনেক অবদান আছে। তার সঙ্গে সবসময় আমার ভালো সম্পর্ক ছিল।’

একাদশ সংসদ নির্বাচনেও জোটগতভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন এরশাদ। সেই জোটে গত বছরের ১১ আগস্ট শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস যোগ দেয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি সমঝোতা করে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে সেই জোটের অস্তিত্বও এখন আর নেই।

এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘এরশাদের সঙ্গে জোটে গিয়েছিলাম নির্বাচনের জন্য। নির্বাচন শেষে এ জোটের কোনও কার্যকারিতা আর নেই।’

মাহফুজুল হক বলেন, ‘এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন। শুক্রবার জুমার নামাজের দিনে ছুটি, মসজিদ নির্মাণসহ অনেক কিছু করেছিলেন। সবকিছু মিলিয়ে ইসলামি দলগুলোর অনেকেরই এরশাদের প্রতি আগ্রহ ছিল। কিন্তু এরশাদের মধ্যে অস্থিরতা ছিল। সকাল-বিকাল দ্রুত সিদ্ধান্ত বদলাতেন তিনি। এসব কারণে তার প্রতি আস্থা থাকেনি। আগ্রহ থাকলেও ইসলামি দলগুলোর সঙ্গে এরশাদের রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি।’

সংখ্যায় সবচেয়ে বড় জোটের প্রধান ছিলেন এরশাদ ১৯৮৮ সালের ১১ মে জাতীয় সংসদ ভবনে ইসলামকে রাষ্ট্রধর্ম করার বিষয়ে জাতীয় পার্টির পার্লামেন্টরি সভায় সংবিধান (৮ম সংশোধনী) বিল ১৯৮৮ অনুমোদন করা হয়। এরপর একইদিনে জাতীয় সংসদে উত্থাপন করা হয় সংবিধানের অষ্টম সংশোধনী বিল। ২৫৪ জন সংসদ সদস্যের ভোটে ৭ জুন বিলটি পাস হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম করার প্রতিবাদে বিএনপি ১১ জুন হরতাল পালন করে। শেখ হাসিনাও এ সংশোধনীর কঠোর সমালোচনা করেন।

‘আমার কর্ম আমার জীবন’ শীর্ষক বইয়ে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করা প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছেন। সেখানে প্রায় ছয় পৃষ্ঠাজুড়ে ‘রাষ্ট্রধর্ম ইসলাম ও অষ্টম সংশোধনী বিল পাস’ শিরোনামে লিখেছেন এরশাদ। বইয়ে তিনি বলেছেন—‘আমি উপলব্ধি করেছিলাম আমাদের সমাজের অবক্ষয় রোধ করতে হলে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের সত্যিকারের মুসলমান হিসেবে গড়ে তুলতে হলে, ইসলামকে আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে, সংবিধান থেকে শুরু করে সব জায়গায়। ইসলাম শুধু মুসলমানদের জন্যই যে কল্যাণকর, তা নয়। এ সত্যের আলোকেই আমি ও আমার সরকার রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংবিধানে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিই।’

বায়তুল মোকাররম মসজিদকে ‘জাতীয় মসজিদ’ হিসেবে ঘোষণা করেন এরশাদ। ক্ষমতায় থাকাকালে তিনি দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করতে যেতেন। নতুন মসজিদ নির্মাণ ও বিভিন্ন মসজিদের ব্যাপক সংস্কার কাজ করা হয় তার আমলে। ১৯৮৩ সালের ১৪ জানুয়ারি এক সম্মেলনে দেশের সব মসজিদের বিদ্যুৎ ও পানির বিল মওকুফের ঘোষণা দেন তিনি। ১৯৮৫ সালে আলিয়া মাদ্রাসার দাখিলকে এসএসসি এবং ১৯৮৭ সালে আলিম’কে এইচএসসির সমমান ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে নামাজের আগে আজান প্রচার করা শুরু হয় এরশাদের আমল থেকে। আগে অষ্টম শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক ছিল। এরশাদের শাসন আমলে এসএসসি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ফরিদপুরে আটরশীর দরবার ও পিরোজপুরে শর্শিনা দরবার শরিফে নিয়মিত যাতায়াত করতেন। যদিও এই দুই দরবার বরাবরই বিতর্কিত। প্রসঙ্গত, শর্শিনা দরবার শরিফের গদিনশিন পীর মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ ছিলেন স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের সময় শর্শিনার দরবার, মাদ্রাসা রাজাকার ও আলবদরদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হতো। দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে গ্রেফতার হয়েছিলেন আবু জাফর মোহাম্মদ সালেহ। পরে তৎকালীন সরকারের সাধারণ ক্ষমায় মুক্তি পান শর্শিনার পীর।

অন্যদিকে, ফরিদপুরের সদরপুরে আটরশী বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা ও পীর ছিলেন শাহ সুফি হাশমত উল্লাহ। এই জাকের মঞ্জিল নিয়েও বরাবর আপত্তি ছিল কওমিপন্থী আলেমদের।

এ প্রসঙ্গে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আটরশী দরবার শরিফে এরশাদ যেতেন, এটা আলেমদের অপছন্দনীয় ছিল। এছাড়া, এরশাদ নিজে আলেমদের কখনও গুরুত্ব দিয়ে ডাকেননি। আলেমদের পরামর্শ নিয়ে কোনও কিছু করার চেষ্টাও করেননি।’

‘আমার কর্ম আমার জীবন’ শীর্ষক বইয়ে এরশাদ লিখেছেন, ‘আমার নিয়মিত কর্মসূচির মধ্যে ঢাকা শহরের মসজিদ পরিদর্শনই শুধু অন্তর্ভুক্ত ছিল না, দায়িত্ব পালনের দীর্ঘ ৯ বছর আমি ঢাকার বাইরে দেশের অন্যান্য স্থানেও একটির পর একটি মসজিদ পরিদর্শন করি এবং জনগণের সঙ্গে জুমার নামাজ আদায়ে শরিক হই। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমার উদ্যোগ অনেকের কাছে ভালো লাগেনি। কেউ কেউ আমাকে গোঁড়া মুসলমান হিসেবে চিহ্নিত করারও চেষ্টা করলেন। কেউ কেউ বললেন, আমি ধর্মকে অবলম্বন করে রাজনীতি করছি। কিন্তু আমি জানি এবং আমার মতো আরও অনেকে এটা বিশ্বাস করেন যে, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা গোঁড়ামি নয়, ধর্মভীরুতা।’

জাতীয় পার্টির নেতৃত্বে সংসদ নির্বাচনের আগে ৩৪টি দল নিয়ে ‘জাতীয় ইসলামি মহাজোট’ নামে নতুন জোট আত্মপ্রকাশ করে এরশাদের শাসনামলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সক্রিয় কর্মী ছিলেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। মাওলানা নেজামী বর্তমানে নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরশাদের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘এরশাদ ক্ষমতায় থেকে ধর্মকেন্দ্রিক বেশ কিছু কাজ করেছেন। উদ্দেশ্য যাই থাক, এটা তার ব্যক্তিগত ইচ্ছা থেকেই তিনি করেছেন। তবে এরশাদ ক্ষমতায় থাকার সময় আলেমদের ডাকেননি। আলেমদের পরামর্শেও তিনি এসব করেননি। যদিও তার কাজে অনেকের সমর্থন ছিল। স্বৈরশাসকের সুবিধা হলো—যা ইচ্ছা করতে পারে। কারণ, তার ক্ষমতার উৎস সামরিক শক্তি। ফলে এরশাদের তখন কাউকে কাছে টানারও প্রয়োজন হয়নি।’

আব্দুল লতিফ নেজামী বলেন, ‘কোন দৃষ্টিকোণ থেকে কে কীভাবে দেখছে, সেটার ওপরে নির্ভর করে অনেক কিছু। এরশাদের কর্মকাণ্ড নিয়ে বির্তক ছিল, প্রশংসাও কেউ কেউ করেছেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। তাই সব কাজকর্ম ও আলাপ-আলোচনায় ধর্ম চলে আসে। জনপ্রিয় থাকতে হলে জনগণের ধর্মবিশ্বাসকেও মূল্যায়ন করতে হয়। এ কারণে শুধু এরশাদ নন, প্রায় প্রতিটি দলই ধর্মীয় বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। প্রায় সব দলের নেতারা ভোটের আগে বিভিন্ন মাজারে গিয়েছেন।’

এরশাদের ধর্ম চর্চা ও রাজনীতিতে ধর্মের প্রয়োগ বিষয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষ। সেই রাষ্ট্রের ধর্মকে ইসলাম করেছেন এরশাদ। এটা এমন একটা স্পর্শকাতর বিষয় যে, এটাকে বদলানো খুব কঠিন। এমনকি আওয়ামী লীগও রাজনৈতিক সুবিধাবাদিতার কারণে রাষ্ট্রধর্ম ইসলামকে সংশোধন করেছে এবং একইসঙ্গে ধর্মনিরপেক্ষতা করেছে। এখন সংবিধান স্ববিরোধী দলিলে পরিণত হয়েছে।’

আরও পড়ুন:
‘জাতীয় ইসলামি মহাজোট’ এর আত্মপ্রকাশ

এরশাদের মৃত্যুতে ইসলামি দলগুলোর শোক

মঙ্গলবার শেষবারের মতো রংপুর নেওয়া হবে এরশাদকে

এরশাদকে ছেড়ে গেছেন ঘনিষ্ঠরা

সামরিক শাসক থেকে রাজনীতিক

 

 

 

/এএইচআর/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো