X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আ. লীগের সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়ন পেলেন সালমা চৌধুরী

মাহবুব হাসান
২১ জুলাই ২০১৯, ২১:২১আপডেট : ২১ জুলাই ২০১৯, ২২:০৭



সালমা চৌধুরী রুমা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা। রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে রুমাকে ইতোমধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।



আওয়ামী লীগের নির্বাচনসংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত একজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত শুক্রবার (১৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন। সেদিনই সালমা চৌধুরীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। এতে তার আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৮ আগস্ট এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার সালমা চৌধুরীর পক্ষে নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন দাখিল করা হবে। সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। রাজবাড়ী থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেয়ে সালমা চৌধুরী মহিলা আওয়ামী লীগের নেত্রী। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত তিনি।
সালমা চৌধুরী বাংলা ট্রিবিউনকে মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরম পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ২৫ জুলাইয়ের মধ্যেই মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাধারণত আর কেউ প্রার্থী না থাকলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই মনোনিত প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
একাদশ সংসদে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আওয়ামী লীগ জোট সংরক্ষিত মহিলা আসন পায় ৪৯টি। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগ এককভাবে পায় ৪৩ আসন।


/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি