X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তিতে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৩:৩৬আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৩:৩৮

ফখরুল ইসলাম আলমগীর (ছবি সংগৃহীত) কারাবন্দি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল কারাগার থেকে মুক্তি পেয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানতে যান। গত ১১ জুলাই তিনি জামিনে মুক্তি পান।

মির্জা ফখরুল বলেন, আজকে এখানে শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করবো এবং তাকে ও আটক নেতাকর্মীদের মুক্ত করতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে খালেদা জিয়াকে ১৮ মাস ধরে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন তিনি অত্যন্ত অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখনও সময় আছে, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি দিন। সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

প্রসঙ্গত, গত এক মাসের বেশি সময় ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।

 

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ