X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কথা না বলে কাজ করুন, স্বাস্থ্যমন্ত্রী ও দক্ষিণের মেয়রকে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৪:৫৬আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:৪৩

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুলাই) দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী ও ডিএসসিসি মেয়রের বৃহস্পতিবার করা মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা অনেক সময়ই এমন দায়িত্বহীন কথাবার্তা বলে থাকি। সবার দায়িত্বপূর্ণ কথা বলা উচিত। কাজে মনোযোগ দেওয়া উচিত। তারা দুজনেই যেটা বলেছেন, সেটা তাদের নিজেদের মতামত হতে পারে। ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার উপায় নেই। অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব উপেক্ষা করবো, এটার কোনও সুযোগ নেই। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাই, কথা না বলে যার যার কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।’

ডেঙ্গু নিয়ে জনগণের উদ্বেগ রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এ সময় আমাদের সবার কথা বলায় সংযত হওয়া উচিত। কথা বেশি না বলে সবাই কাজে মনোনিবেশ করবেন, সব নেতাকর্মীর প্রতি এটাই আমাদের আহ্বান।’ তিনি বলেন,‘সবাইকে সতর্ক হতে হবে। আসুন, আমরা সবাই মিলে সামাজিক সচেতনতা গড়ে তুলি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ভেবেছিলাম, শুধু আমাদের দেশেই ডেঙ্গু। কিন্তু এখন দেখছি তা চীন, ফিলিপাইন, এমনকি ভিয়েতনাম পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা এখন আর কোনও দেশীয় রোগ নয়। দেখা যাচ্ছে, আন্তর্জাতিকভাবেও এর প্রকোপ বাড়ছে। সেজন্য এটাকে উপেক্ষা করার কোনও কারণ নেই‌। জনগণকে আমাদেরই বাঁচাতে হবে। মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রীও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুই সিটি করপোরেশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে‌। আসলে সমন্বিতভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি