X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে মাথা লাগার গুজবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য: বি চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ২০:২২আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:৪৪

পদ্মা সেতুতে মাথা লাগার গুজবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য: বি চৌধুরী পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে—এ গুজবটি রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তার দাবি, পদ্মা সেতু বন্ধ করার জন্য ষড়যন্ত্রকারীরা গুজব ছড়াচ্ছে।

শনিবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পিপলস পার্টি—বিপিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বি চৌধুরী বলেন, কেউ কেউ বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে। কিন্তু তাদের বক্তব্যের ভিত্তি অসত্য। সম্প্রতি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী আমেরিকায় গিয়ে যে বক্তব্য রেখেছেন, তা কোনোভাবেই শোভনীয় বা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক অস্থিরতা ও অপরাধ বেড়ে যাওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে দাবি করে বিকল্পধারার সভাপতি বলেন, যেসব রাজনৈতিক দল এই পরিকল্পনার সঙ্গে জড়িত তাদের দেশপ্রেম নেই। 

বাংলাদেশ থেকে হিন্দু, মুসলিমসহ একটি বিরাট জনগোষ্ঠী অনাবাসিক অথবা নাগরিক হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ইত্যাদি দেশে বসবাস করছে উল্লেখ করে বি চৌধুরী বলেন, এদের একটি সঠিক পরিসংখ্যান নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাবো।

বিপিপির সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান খান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ গণসংস্কৃতি দলের সভাপতি সরদার শামস আল মামুন প্রমুখ। 

/এএইচআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা