X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্যর্থ সরকার সবকিছু গুজব বলে চালিয়ে দেয়: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৫:৩২আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৬:৪৬

আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত) ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়ে সবকিছু গুজব বলে চালিয়ে যাচ্ছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সরকারের কাছে গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোনও পথ নেই। কারণ তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।’
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন।
আজকে যারা ক্ষমতা দখল করে আছে, তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে দাবি করে খসরু বলেন, ‘কারণ তারা দেশের মালিক হয়ে গেছে, জনগণ এখন দেশের মালিক নাই।’
সরকারের উদ্দেশে আমির খসরু বলেন, ‘ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, নারী-শিশু প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে, শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশন হজ পর্যবেক্ষণে গেছে−এগুলো কি গুজব?’
আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আশা করা যায় না বলে উল্লেখ করে খসরু বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছেন। খালেদা জিয়াকেও মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজ সেটির জন্য প্রস্তুত।’
বানভাসিদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে খসরু বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে এখনও সরকারের পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির হাজারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহসহ অনেকে।

/এএইচআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী