X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মন্ত্রী ও মেয়রদের কোনও লজ্জা-শরম নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৩:৫৩আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:১৭

রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিডিয়া গুরুত্ব দেওয়ায় মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। না হলে এই সরকার গুজব বলে উড়িয়ে দিতো। আসলে মন্ত্রী ও মেয়রদের কোনও লজ্জা-শরম নেই। যেটাকে এক কথায় বলা যায় বেহায়া। এরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নন, তাই এদের উদ্দেশ্য থাকে জনগণের টাকা লুট করার।’

সোমবার (৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে।
আওয়ামী লীগ সরকার নিজেদের সুরক্ষার জন্য ব্যাপক দুর্নীতি করছে দাবি করে তিনি বলেন, ‘আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, যেখানে জীবনের কোনও নিরাপত্তা নেই। কিন্তু সরকার নিজেদের সুরক্ষার জন্য ব্যাপক দুর্নীতি করছে। সেই দুর্নীতির টাকা দিয়ে দেশের বাইরে বাড়িঘর করছে। সেখানে থাকার ব্যবস্থা করছে। এটাই হলো বাস্তবতা।’
খালেদ জিয়াকে বেশি দিন আটক করে রাখা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে দীর্ঘদিন নির্যাতন ও দমন করে পরাজিত করা যাবে না। নিঃসন্দেহে এই দেশের মানুষের যে অতীত ঐতিহ্য আছে, সেই সংগ্রামের ঐতিহ্য নিয়ে তারা সরকারকে রুখে দেবে। এরা আজকে দানবের ভূমিকা পালন করছে।

বর্তমান সরকার গণবিরোধী অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার মানুষের স্বার্থবিরোধী। তারা মানুষের ন্যূনতম অধিকার লুণ্ঠন করে ক্ষমতায় থাকতে চায়।
বাংলাদেশে নির্যাতন সম্পর্কে সরকারের বক্তব্য জানতে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা ২০ বছর আগে চিঠি দিয়েছিল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১০-১২ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। তারা কোনও জবাব দেয়নি। কয়েকদিন আগে সেই সংস্থার একটি সেমিনারে আইনমন্ত্রী বলে দিলেন দেশে কোনও নির্যাতন বা গুমের ঘটনা তার জানা নেই। ডাহা মিথ্যা কথা বলে দিলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার মানুষের স্বার্থবিরোধী। তারা মানুষের ন্যূনতম অধিকার লুণ্ঠন করে ক্ষমতায় থাকতে চায়।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।

/এএইচআর/এসটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী