X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজনীতির চিন্তাধারা থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:২৭

রাজনীতির চিন্তাধারা থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না: আমির খসরু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনও রাজনীতিক বা রাজনীতির চিন্তাধারা থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না। বুধবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জিয়া পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির’ দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গণতন্ত্রের মাকে জেলে রেখে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, বাকস্বাধীনতা কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে এবং গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে তারা মনে করেছিল অব্যাহতভাবে দেশ পরিচালনা করবে, কিন্তু দেশ সঠিকপথে চলছে না।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের (আওয়ামী লীগ) দায়িত্ব দেয় নাই। তারা জোর করে ক্ষমতা দখল করেছে, জনগণকে বাইরে রেখে। তারপরেও আজকে যখন দেশ চলছে না, তখন গুজবের বাহানায়, বিরোধী দলের ষড়যন্ত্র বাহানায় পার পাওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু যে মহামারিতে পরিণত হয়েছে এটা কি বিতর্কের কোনও বিষয়? নির্বাচন কমিশনের ফলাফল দেওয়ার পরে বাংলাদেশে যে কোনও নির্বাচন হয় নাই, এটা নিয়ে কি কোনও বিতর্ক আছে? বাংলাদেশে আজকে আইনের শাসন নেই, এটা নিয়ে কি কোনও বিতর্ক আছে? একটি দেশের প্রধান বিচারপতির চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কি কোনও বিতর্ক আছে? বাংলাদেশে যে আজ বাকস্বাধীনতা নাই এটা বিশ্ববাসী জানেন।’

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সংগ্রামে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ বিএনপির ২৬ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না। মিথ্যা মামলায় যারা মানবেতর জীবনযাপন করছে, তাদের নিয়েই আমাদের চিন্তা। দেশনেত্রী মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং কোনও দলের বিষয় না, বিএনপির বিষয় না, আজ এটা জাতির বিষয়। তাই, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদের সংগ্রাম করে যেতে হবে। সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কুদ্দুস, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী