X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হেফাজতে নির্যাতন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ২৩:১২আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২৩:৪৭





মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হেফাজতে নির্যাতন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে এখানে প্রধানমন্ত্রী সত্য কথা বলেননি।’
বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন। সাক্ষাৎকারটি মঙ্গলবার (৬ আগস্ট) প্রকাশিত হয়েছে।
এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে মানবাধিকার গ্রুপগুলো রয়েছে ,তাদের রিপোর্ট আমরা পেয়েছি। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে দেখেছি, প্রতিবছর কাস্টডিতে মৃত্যু হয়েছে ৪০০ থেকে ৭০০ জনের।’
তিনি বলেন, ‘হেফাজতে যে টর্চার হয়— এটা তো কমন ব্যাপার। পত্রপত্রিকায় ছবিতে এসেছে ফ্যান-সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী আছেন, যাদের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। এটা ছবিতে চলে এসেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী অবলীলায় অস্বীকার করলেন। আমরা মনে হয়, এটা সঠিক নয় বটেই, এটা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না।’
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে নির্যাতন সরকারিভাবেই চলছে এবং যারা ভিন্নমত পোষণ করে তাদের ওপরে অত্যাচার-নির্যাতন আরও বেশি করে চালিয়েছে সরকার।’ নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি আলোকচিত্রী শহিদুল আলমের উদাহরণ টানেন।
‘মিডিয়ার কারণে ডেঙ্গু সমস্যা নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন।
যেকোনও জাতীয় সমস্যায় আওয়ামী লীগ অন্য দলকে সম্পৃক্ত করেনি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা বিশ্বাসই করে না অন্যকে। তারা একলা চলো নীতিতে বিশ্বাস করে।’
এ বি সিদ্দিকীর দায়ের করা মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘মামলাটি সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট।’ তিনি বলেন, ‘আমরা সবসময় যেটা মনে করি, এই ধরনের মিথ্যা মামলার উদ্দেশ্য রাজনৈতিক চাপ সৃষ্টি করা, রাজনৈতিক -গণতান্ত্রিক কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখা।’
বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির কারণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ আপাতত স্থগিত আছে। ঈদের পরে আবার সমাবেশ শুরু হবে বলে জানান বিএনপি মহাসচিব।

/এএইচবার/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের