X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের পাতা ফাঁদে পা দিয়ে কূটনীতিতে পিছিয়ে বাংলাদেশ: জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ২০:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:২৫





জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের পাতা ফাঁদে পা দিয়ে কূটনীতিতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে একদিকে মিয়ানমার প্রতারণা ও ছলচাতুরি করছে, অন্যদিকে বিশ্ব সম্প্রদায় কার্যকর উদ্যোগের বদলে পিঠ চাপড়িয়ে বাংলাদেশকে মোহগ্রস্ত রাখতে চাচ্ছে। ’

শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জমিয়তের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, ‘পূর্ণ নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর ও সহায়-সম্পদ ফেরত এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার দেওয়ার নিশ্চয়তা দিয়েই মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের মধ্যস্থতা ও উপস্থিতি এবং ফিরে যাওয়ার পরও রোহিঙ্গাদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেই তদারকির সুযোগ থাকতে হবে। এসব দাবি পূরণে মিয়ানমারের কোনও তালবাহানা, গড়িমসি ও দায় এড়ানোর সুযোগ নেই। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে জোরালো কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।’

জমিয়তের মহাসচিব বলেন, ‘নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারের বৈধ নাগরিক। তারা পূর্ব পুরুষ থেকে মিয়ানমারে বসবাস করে আসছে। তাদেরকে ষড়যন্ত্র করে সম্পূর্ণ অন্যায় ও জুলুমের শিকারে পরিণত করে দেশছাড়া করা হয়েছে। বাংলাদেশ মানবতার জায়গা থেকে বাস্তুচ্যুত লাখ লাখ অসহায় রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছে। রোহিঙ্গাদের স্থায়ী আবাসভূমি মিয়ানমার। দীর্ঘদিন এই বিশাল জনগোষ্ঠীর ভার বহনের সক্ষমতা বাংলাদেশের নেই।’

তিনি  বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমার ছলচাতুরি ও প্রতারণা করে আসছে। রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার কথা বললেও তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও সমাধানে আসছে না। যেই ভীতিকর ও নিরাপত্তাহীন পরিবেশ থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাড়ি-ঘর ও  সহায়-সম্পদ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সেই ভীতিকর পরিস্থিতি দূর করার মতো বিশ্বাসযোগ্য পরিবেশ তো তৈরি করতে হবে।’

কাসেমী আরও বলেন,‘ রোহিঙ্গাদের ভারে জর্জরিত বাংলাদেশ। রোহিঙ্গাদেরকে পুঁজি করে বিশ্বমোড়লরা গুটি চালার কাজটাই করছে হয়তো। কার্যকর সমাধানে তারা কতটা আন্তরিক, এই নিয়ে জোর সন্দেহ রয়েছে।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি