X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজপথে নৈরাজ্য করবেন না: বিএনপিকে নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৯

অর্জন-৭১ সিনেমার সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠান বিএনপিকে রাজপথে নৈরাজ্য না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আপনারা এখন পার্লামেন্টে গেছেন, সভা-সমাবেশও করছেন। কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু দয়া করে রাজপথে এসে নৈরাজ্য করবেন না। এতে মানুষের অসুবিধা হয়। মানুষ কষ্ট পায়, বিক্ষুব্ধ হয়।’ শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অর্জন-৭১’-এর সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা সমস্যা নিয়ে নাসিম বলেন, ‘এই সমস্যা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি’র বন্ধুদের বলবো, রোহিঙ্গা সমস্যা জাতীয় সমস্যা। এটা দলীয় কোনও সমস্যা নয়। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। মানবিক কারণে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আপনারা এটার সমালোচনা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করেন। দেখবেন এই সমস্যা অচিরেই দূর হয়ে গেছে। এতে জনগণ আপনাদের সাধুবাদ দেবে। ভবিষ্যতে আপনারাও ক্ষমতায় আসতে পারবেন।’
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশের চাকরি গর্বের ও অহংকারের। পুলিশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি অনুরোধ করবো অন্যান্য পরিচালকও যেন পুলিশকে নিয়ে সিনেমা তৈরিতে উৎসাহী হন।
চলচ্চিত্রটির নায়িকা মৌসুমী বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় নিয়ে এ চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রটি নিয়ে এর বেশি বলার সময় এখনও আসেনি। আশা করি চলচ্চিত্রটি আপনাদের ভালো লাগবে।’
সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াৎ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রায়ই বলতেন মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে। কিন্তু সেই তুলনায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে না। আমার এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে।’
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. আবদুর রহিম খান, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বিকন ফার্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া