X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধান্ত নিতে নতুন স্টিয়ারিং কমিটি করবে জাপা: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২

সিদ্ধান্ত নিতে নতুন স্টিয়ারিং কমিটি করবে জাপা: রাঙ্গা দলের সিদ্ধান্ত নিতে অন্তত ২১ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করবে জাতীয় পার্টি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বনানীর দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় এ কথা জানান জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটি এ সভার আয়োজন করে।

রাঙ্গা বলেন, ‘সামনে অনেক পরিবর্তন হবে। অনেকে যোগদান করবে। প্রয়োজনে প্রেসিডিয়ামের সংখ্যা একশ হবে। এরপর সিনিয়রদের ২১ সদস্যের স্টিয়ারিং কমিটি করা হবে। তারা দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে।  আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। এরশাদ আমাকে তিনবার বহিষ্কার করেছিলেন। কর্মীরা না চাইলে কালকেই আমি মহাসচিব পদ থেকে পদত্যাগ করতে প্রস্তত।’

বিভাগীয় সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আবু হোসেন বাবলা। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘পার্টির ভাঙ্গন ঠেকাতে আমরা সবাই একযোগে কাজ করেছি। রংপুর- ৩ আসনে আমরা সবাই চেয়েছি, এরশাদ পরিবার থেকে এখন এমপি হোক। সবার সিদ্ধান্তেই সাদকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদকে জেতাতে যদিও আমরা নিজেরা যথেষ্ট। তারপরও আশা করছি, সরকারি দল এ বিষয়ে আমাদের সহযোগিতা করবে।’

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের বলেন, ‘অনেকে মনে করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি ভেঙ্গে যাবে। আল্লাহর রহমতে তা হয়নি। আমাদের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তা ছিল সাময়িক। আমাদের এ ঐক্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যকদ্ধ হতে হবে।’

ঢাকা বিভাগীয় সাংগঠনিক সভায় জাপার নেতারা জিএম কাদের বলেন, ‘আগামী জাতীয় কাউন্সিলের আগেই অসমাপ্ত জেলার সম্মেলেন শেষ করতে হবে। সেজন্য আমরা বিভাগীয় কমিটি গঠন করে দিয়েছি। তাদের মতামতের ভিত্তিতেই জেলা কমিটি অনুমোদন দেওয়া হবে। আগামী কাউন্সিলে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। আমাদের ঘর খালি নয়, কেউ ঘুমিয়ে আছে অথবা মনের কষ্টে দূরে সরে আছে। কাউন্সিলের পর আমাদের ঘর পরিপূর্ণ হবে।’

সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘রওশন এরশাদ ও জিএম কাদের এক ও অভিন্ন। তাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’

প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের সঞ্চালনায় বিভাগীয় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এসএম সাত্তার, জহিরুল আলম রুবেল, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম শফিক, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, হোসেন ইয়াহিয়া, মোতাহার হোসেন মানিক।

 

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা