X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাতীয় সম্মেলনের লক্ষ্যে আ. লীগের ১২ উপকমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৪

আওয়ামী লীগ ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১২টি উপ-কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব কমিটি তৃণমূলে সম্মেলন সম্পন্নসহ সম্মেলনের আনুষঙ্গিক প্রস্তুতিতে কাজ করবে। দলের সভাপতির অনুমোদনের পর সেগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বুধবারের (১৮ সেপ্টেম্বর) বৈঠক শেষে এসব তথ্য জানান, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পাদকমণ্ডলীর সভা পরবর্তী ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২০ ডিসেম্বর বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পরবর্তী সম্মেলনের উদ্বোধন হবে। পর দিন ২১ ডিসেম্বর পর্যন্ত কাউন্সিল অধিবেশন চলবে।’

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে বিভাগ ও জেলা পর্যায়ে বর্ধিত সভার মধ্যদিয়ে সম্মেলনের প্রস্তুতি শুরু হবে। ২১ সেপ্টেম্বর থেকে পূজার ছুটি বাদে আগামী অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত বিভাগ ও জেলাগুলোতে দলের যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদকরা যাবেন। বর্ধিত সভার মাধ্যমে সম্মেলন প্রস্তুতিতে অংশ নেবেন। নেতারা বিভিন্ন টিমে ভাগ হয়ে যাবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শেষের সার্কুলার ইতোমধ্যে আমরা জেলায় পাঠিয়ে দিয়েছি। যারা বিভাগীয় পর্যায়ে সমন্বয় করছে, তারা প্রায়োরিটি বেসিসে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর ইউনিটে সম্মেলনের দিন ঠিক করবেন।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে। 

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক